Whatsapp Update: ডিলিট করা মেসেজও দেখা যাবে ! এবার নতুন ফিচার হোয়াটসঅ্যাপে
Whatsapp New Feature: একেবারে অভিনব সৃষ্টি, এবার মুছে ফেলা বার্তাও হোয়াটসঅ্যাপে(WhatsApp) দেখতে পারবেন ব্যবহারকারী।
Whatsapp New Feature: একেবারে অভিনব সৃষ্টি, এবার মুছে ফেলা বার্তাও হোয়াটসঅ্যাপে(WhatsApp) দেখতে পারবেন ব্যবহারকারী। টেক সাইটগুলির রিপোর্ট বলছে, সম্প্রতি এরকমই একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ ।
Whatsapp Update: কী রয়েছে নতুন এই বৈশিষ্ট্যে ?
বেশ কিছুদিন ধরেই নতুন ফিচার নিয়ে কাজ করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ(WhatsApp)। প্রতিদিনই হোয়াটসঅ্যাপের নতুন নতুন ফিচার ও আপডেটের খবর প্রকাশ্যে আসছে। এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার আনতে চলেছে, যাতে মুছে যাওয়া মেসেজ যেকোনও সময় দেখা যাবে। আগে ব্যবহারকারীদের মেসেজ মুছে ফেলার জন্য ২৪ ঘণ্টা, ৭ দিন ও ৯০ দিন সময় দেওয়া হত। এই নতুন বৈশিষ্ট্যের পরে আর মেসেজ মুছে ফেলা হবে না।
Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপের মেসেজ ফিচার
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo-এর একটি রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপ একটি 'Disappearing Keept Messages' ফিচার নিয়ে কাজ করছে, যাতে মেসেজ মুছে বা অদৃশ্য হয়ে যাওয়ার পরেও দেখা যাবে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের জন্য নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে। এই বৈশিষ্ট্যের পরে ব্যবহারকারীরা মেসেজ মুছে ফেলার পরেও 'ডিজাপিয়ারিং মোডে' বার্তাগুলি দেখতে পাবেন।
Whatsapp Keept Messages: এখনও পরীক্ষা চলছে
হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচারের নাম দিয়েছে 'কেপ্ট মেসেজ'। এর মাধ্যমে সব ব্যবহারকারী তাদের কথোপকথনে রাখা বার্তা ফের ব্যবহার করতে পারবেন। যদিও এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক স্তরে রয়েছে। তবে শীঘ্রই এই ফিচার আনার পরিকল্পনা করছে কোম্পানি।
Whatsapp Update: ব্যবহারকারীরা নোটিফিকেশন ছাড়াই গ্রুপ ছাড়তে পারবেন
কেপ্ট মেসেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপ 'সাইলেন্ট লিভ গ্রুপ' বিকল্পেও কাজ করছে। ভবিষ্যতে যদি কোনও ব্যবহারকারী গ্রুপ ছেড়ে চলে যান তবে তাকে কোনও বিজ্ঞপ্তি পাঠানো হবে না। শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনকে গ্রুপ ছাড়ার অনুমতি দেওয়া হবে। তবে, গ্রুপের বাকি সদস্যরা Past Participants ফিচারে গিয়ে গ্রুপ ছাড়ার বিষয়ে তথ্য পেতে পারবেন।
আরও পড়ুন : Virus Alert: 'গোপন কথাটি রবে না গোপনে', যদি ফোনে থাকে এই ২০টি অ্যাপ