Mark Zuckerberg: অ্যান্ড্রয়েড নাকি আইওএস, মার্ক জুকেরবার্গের পছন্দ কী? কোন ফোন ব্যবহার করেন মেটা সিইও?
Smartphone: মার্ক জুকেরবার্গ সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন। সেখান থেকেই অনুমান করা হচ্ছে কী ফোন তিনি ব্যবহার করেন।
Mark Zuckerberg: তারকারা কে কোন ফোন ব্যবহার করেন তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই। বিশেষ করে যদি সেই দলে থাকেন খোদ ফোন নির্মাতারা, তাহলে আগ্রহ একটু বেড়েই যায়। অ্যাপেলের সিইও টিম কুক (Tim Cook) আইফোন ব্যবহার করবেন, গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) পিক্সেল ফোন ব্যবহার করবেন, এমনটা অনেকেই অনুমান করে নেন। কিন্তু যখন সোশ্যাল মিডিয়া মাস্টার মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) কোন ফোন ব্যবহার করেন, তা নিয়ে আলোচনা হয়, তখন?
আইফোন নয় অ্যান্ড্রয়েডই পছন্দ জুকেরবার্গের
মার্ক জুকেরবার্গ যে আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ফোন বেশি পছন্দ করেন একথা তিনি নিজেই বলেছেন। আর এক্ষেত্রে তাঁর অন্যতম পছন্দ স্যামসাংয়ের ফোন। মার্ক জুকেরবার্গ সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন। সেখান থেকেই এমনটা অনুমান করা হয়েছে। কোন কোন ছবির ভিত্তিতে একথা বলা হচ্ছে? জুকেরবার্গ সম্প্রতি টেলর সুইফটের একটি কনসার্টে যাওয়ার সময়ের ছবি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রাম স্টোরিতে। সেখানে তার হাতে থাকা কালো রঙের ফোন দেখে অনুমান করা হচ্ছে, স্যামসাং এস সিরিজের কোনও প্রিমিয়াম মডেল ব্যবহার করেন তিনি। কয়েক সপ্তাহ আগে ফিটনেস চ্যালেঞ্জ নিয়ে মিরর সেলফি শেয়ার করেছিলেন। সেখানেও ছিল এই একই ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে এই ফোনে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০২০ সালে ইউটিউবার Marques Brownlee, যিনি আবার MKBHD নামেও পরিচিত তাঁর সঙ্গে মার্ক জুকেরবার্গের ফোনে কথোপকথন হয়েছিল। সেখানে Marques Brownlee জানতে চেয়েছিলেন জুকেরবার্গের পকেটে কোন ফোন রয়েছে। জবাবে তৎকালীন ফেসবুক সিইও বলেন, 'আপনি জানেন, আমি বিগত কয়েকবছর ধরে স্যামসাংয়ের ফোন ব্যবহার করছি এবং আমি এই ফোনের বড় ভক্ত। আমি মনে করি ওরা দারুণ ফোন তৈরি করে।' অর্থাৎ মার্ক জুকেরবার্গের স্যামসাংপ্রীতির কথাও এখানেও স্পষ্ট ভাবে বোঝা গিয়েছে।
স্যামসাংয়ের কোন ফোন থাকে মার্ক জুকেরবার্গের পকেটে
নির্দিষ্ট মডেল জানা না গেলেও তাঁর ছবিতে ফোনের আদল দেখে আন্দাজ করা হচ্ছে এই ফোন স্যামসাং গ্যালাক্সি এস২১ বা স্যামসাং গ্যালাক্সি এস২১ প্লাস কিংবা স্যামসাং এস২২ হতে পারে। ফোনের রঙ এবং কার্ভড এজ ডিজাইন দেখে মনে করা হচ্ছে এই মডেল স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজের হতে পারে। তবে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ একদম নতুন, তাই সেই সিরিজের ফোনও মার্ক জুকেরবার্গ ব্যবহার করতে পারেন বলে অনুমান করা হচ্ছে।