(Source: ECI/ABP News/ABP Majha)
Whatsapp Privacy Policy: ব্যবহারে বিধিনিষেধ আসবে না, তবে মনে করানো হবে আপডেটের কথা, জানাল হোয়াটসঅ্যাপ
ভারতে এই মুহূর্তে অ্যাকটিভ হোয়াটসঅ্যাপের ইউজার সংখ্যা প্রায় ৫৩ কোটি।
নয়াদিল্লি : কম হবে না অ্যাপের কার্যকারিতা বা ব্যবহারের ধরণে কোনও বিধিনিষেধ জারি করাও হবে না, কিন্তু ইউজারদের কাছে নতুন পলিসি আপডেট করার জন্য বার্তা পাঠানো চলবে। বহুল চর্চিত নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বৃহস্পতিবার এমনই বার্তা দিয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে কি না এই নিয়ে বিতর্কের কাছে জনপ্রিয় মেসেজিং অ্যাপের বার্তা, ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে নয় তাদের নতুন প্রাইভেসি পলিসির আসল ব্যবহার ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত ব্যবসাগুলির ক্ষেত্রে।
বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে দিল্লি হাইকোর্টে অভিযোগ জানানো হয় হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে গ্রাহকদের জোর করা হচ্ছে তাদের তৈরি প্রাইভেসি পলিসি মেনে নেওয়ার জন্য। যার ভিত্তিতেই তাদের অবস্থান ব্যাখা করে হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন, 'ভারত সরকারকে আমরা আগেই জানিয়েছি যে ইউজারদের ব্যক্তি তথ্য সুরক্ষিত রাখা আমাদের প্রধান ও প্রথম লক্ষ্য। আমরা সম্প্রতি যে প্রাইভেসি পলিসি আপডেট করেছি তাতে ব্যক্তিগত ক্ষেত্রে মেসেজ আদান-প্রদানের ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না। এই পলিসি চালু করার আমাদের একমাত্র লক্ষ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা ব্যবসা করছেন, সেই দিকটায় আরও স্বচ্ছতা তৈরি করা। নতুন পলিসি আপডেট না করলে সেক্ষেত্রে অ্যাপের কার্যকারিতা বা ব্যবহারের ধরণে কোনও বিধিনিষেধ তৈরি হবে না। পাশাপাশি ইউজারদের আমরা আপডেট করার জন্য প্রয়োজনীয় বার্তাও পাঠাতে থাকব।'
ফেসবুকের অধীনস্থ জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের বার্তায় সংযোজন, 'আপডেটের সমস্ত অপশন জানানোর সময় কোনটা বেশি কার্যকর সেই খোঁজ আমরা ইউজারদের আগের মতোই দিকে থাকব। ফেসবুকের সঙ্গে সংযোগে হোয়াটসঅ্যাপে যারা ব্যবসা করেন সেই সমস্ত কনট্যাক্টের সঙ্গে যোগাযোগ রাখতে চান সেই প্রসঙ্গে অপশনও দেওয়া জারি থাকবে। ইউজাররা এক্ষেত্রে যোগাযোগ চান না চান না সেই দিকটাই আমাদের কাছে প্রাধান্য পাবে। কেন্দ্রের নতুন পিডিপি (পার্সোনাল ডেটা প্রোটেকশন) আইন কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের এভাবেই চেষ্টা জারি থাকবে।'
ভারতে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের অ্যাকটিভ ইউজার সংখ্যা ৫৩ কোটি। নতুন প্রাইভেসি পলিসি এনে সব তথ্য ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপের শেয়ার করার আপডেট থেকেই যত গন্ডগোলের সূত্রপাত। হোয়াটসঅ্যাপের যে পদক্ষেপে ব্যক্তিস্বার্থ ব্যাহত হবে বলেই দাবি অনেকের। হোয়াটসঅ্যাপের অবশ্য শুরু থেকেই যে দাবি খন্ডন করেছে। এদিকে, নতুন পিডিপি আইন নিয়েও হোয়াটসঅ্যাপের সঙ্গে কেন্দ্রের বিরোধ চলছে।