India Pakistan Conflict Live: যুদ্ধবিরতির পর সীমান্তে ফের গুলি? জম্মুতে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, লাইভ আপডেট
India vs Pakistan Breaking: ফের অ্যাকশনে ভারতীয় সেনা। পাক সেনার একের পর এক লঞ্চ প্যাড ধ্বংস। শিয়ালকোটের এয়ারবেসে প্রত্যাঘাত। উড়িয়ে দেওয়া হল পাক সেনার একাধিক পোস্ট।

Background
এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১) ফের অ্যাকশনে ভারতীয় সেনা। পাক সেনার একের পর এক লঞ্চ প্যাড ধ্বংস। শিয়ালকোটের এয়ারবেসে প্রত্যাঘাত। উড়িয়ে দেওয়া হল পাক সেনার একাধিক পোস্ট।
২। পাক ড্রোন হামলার জবাবে সীমান্তের ওপারে ৬টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত। পাঞ্জাব প্রদেশের সারগোধা, রাওয়ালপিণ্ডির নুর খান, সিন্ধের জাকোবাবাদ, সুক্কুর, চাকওয়ালের মুরিদ, রফিকি এয়ারবেসে ক্ষয়ক্ষতি।
৩। অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্যায়। বড়সড় জঙ্গি দমন অভিযানে নামল ভারতীয় সেনা। সীমান্তের ওপারে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস।
৪। শিয়ালকোটের লুনিতে বিএসএফের গোলায় উড়ল জঙ্গিদের লঞ্চপ্যাড। উড়ল একের পর এক জঙ্গি ঘাঁটি। তড়িঘড়ি বৈঠকে পাক প্রধানমন্ত্রী।
৫। বড় অ্যাকশনের পথে ভারত? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের পর তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ।
৬। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কামাল। গুজরাতে ৬টি পাক ড্রোন ধ্বংস। হরিয়ানার সিরসায় পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস। আকাশেই গুঁড়িয়ে গেল ফতেহ্ ওয়ান মিসাইল।
৭। রাতে ২৬টি জায়গায় পাক ড্রোন হামলা ব্যর্থ করল ভারত। রাজস্থানের বারমেঢ়, পাঞ্জাবের অমৃতসর, জলন্ধর, ফিরোজপুরে পাক ড্রোন মাটিতে ফেলল ভারতীয় সেনা।
৮। পাকিস্তানের টার্গেট ভারতীয় জনবসতি। জম্মুতে পাক গোলায় ক্ষতিগ্রস্ত জনবসতি। রাজৌরিতে পাক গোলায় নিহত সরকারি আধিকারিক।
India Pakistan Ceasefire Live: পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে কড়া বার্তা ভারতের
'পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে সেনাবাহিনী। কয়েক ঘণ্টায় বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান', জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
India Pakistan Conflict: ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে এবার রিষড়ার জওয়ানকে ফেরানোর জোরাল দাবি
ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে এবার রিষড়ার ওই জওয়ানকে ফেরানোর জোরাল দাবি তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, 'বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে, এবার প্রায় ২০ দিন ধরে পাকিস্তান সেনাবাহিনির হাতে ধরা পড়া জওয়ানকে ছাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ করা উচিত। আমি বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেলের সঙ্গে খানিক আগেই কথা বলেছি। এই মুহূর্তে পরিকল্পনা বা ইচ্ছা নিয়ে কিছু শোনার ব্যাপারে আগ্রহীই নই। আমি দাবি করছি এখনই কোনও পদক্ষেপ। এই ব্য়ক্তিকে কোনও দেরি না করে এখনই মুক্তি দিতে হবে। ওঁর পরিবার ওঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি আন্তরিকভাবে আশা করছি যে, ভারতীয় প্রশাসন যথেষ্ট দক্ষ এ ব্যাপারে দ্রুত ও যথাযথ পদক্ষেপ করার জন্য আর এই বিষয়টির সমাধান হবে বলেই আশাবাদী।'






















