Xiaomi 13 Series: অত্যাধুনিক প্রসেসর, উন্নত ক্যামেরা নিয়ে লঞ্চ হয়েছে শাওমি ১৩ সিরিজের স্মার্টফোন
Xiaomi Smartphones: মোট চারটি রঙে লঞ্চ হয়েছে শাওমি ১৩ প্রো এবং শাওমি ১৩- এই দুই ফোন।
Xiaomi 13 Series: শাওমি ১২ সিরিজ আগেই লঞ্চ হয়েছে চিনে। এবার লঞ্চ হল শাওমি ১৩ সিরিজের দুটো ফোন। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে শাওমি ১৩ (Xiaomi 13) এবং শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) - এই দু'টি ফোন। শাওমির এই নতুন ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে Leica ব্র্যান্ডের আধুনিক ক্যামেরা সেনসর। মোট চারটি রঙে লঞ্চ হয়েছে শাওমি ১৩ প্রো এবং শাওমি ১৩- এই দুই ফোন। এর মধ্যে শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে একটি ৪৮২০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচার। অন্যদিকে ভ্যানিলা মডেল শাওমি ১৩- তে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচার।
শাওমি ১৩ প্রো ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ- এই চারটি ভ্যারিয়েন্টে। এর পাশাপাশি শাওমি ১৩ ফোনও লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ- এই চারটি ভ্যারিয়েন্টে। Ceramic White, Ceramic Black, Flora Green (Ceramic) এবং Mountain Blue- এই চারটি রঙে লঞ্চ হয়েছে শাওমি ১৩ সিরিজের দু'টি ফোন।
iQoo 11 Series: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) চিনে সম্প্রতি লঞ্চ করেছে আইকিউওও ১১ সিরিজ (iQoo 11 Series)। জানা গিয়েছে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে লঞ্চ হবে আগামী বছর। ২০২৩ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও ১১ সিরিজে রয়েছে আইকিউওও ১১, আইকিউওও ১১ প্রো- এই দুই ফোন। এই স্মার্টফোন সিরিজের ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। জানা গিয়েছে, আইকিউওও ১১ সিরিজের ফোন আগামী বছর ১০ জানুয়ারি লঞ্চের পর ১৩ জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে। আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো ফোন তিনটে রঙে লঞ্চ হতে পারে ভারতে। iQoo 11 Legend Edition- ও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেখানে থাকতে পারে BMW M Motorsport থিমের ডিজাইন।
আরও পড়ুন- নতুন বছরেই ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১২ প্রো প্লাস, থাকবে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা