Xiaomi Smartphone: নতুন বছরে ভারতে আসছে শাওমির নয়া মডেল, কোন ফোন লঞ্চ হতে পারে?
Xiaomi 14: শাওমি ১৪ ফোন চিনে আগেই লঞ্চ হয়েছে। এবার লঞ্চ হতে চলেছে ভারতে এবং বিশ্বের আরও অনেক দেশে। তারই সম্ভাব্য সময় ফাঁস হয়েছে অনলাইনে।
Xiaomi Smartphone: চিনে লঞ্চ হয়েছে শাওমি ১৪ (Xiaomi 14)। এর সঙ্গে লঞ্চ হয়েছে শাওমি ১৪ প্রো (Xiaomi 14 Pro)। চলতি বছর অক্টোবর মাসে এই দুই ফোন চিনে লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, এবার ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ ফোন, অর্থাৎ বেস মডেল। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে এই ফোন। অর্থাৎ বিশ্বের অনেক দেশেই এবার লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ ফোন। টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, সম্ভবত শাওমি ১৫ ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪- এই ইভেন্টে। জানা গিয়েছে ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই ইভেন্ট হতে পারে। অর্থাৎ ২০২৪ সালে নতুন বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারির শেষদিকে শাওমি ১৪ গ্লোবাল মার্কেটে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, ২৫ ফেব্রুয়ারি এই ফোন প্রকাশ্যে আসতে পারে। সূত্রের খবর, ওই দিনও ভারতে লঞ্চ হতে পারে শাওমি ১৪ ফোন। তবে নির্দিষ্ট ভাবে এখনও কিছুই জানা যায়নি।
শাওমি ১৪ ফোনের চিনের ভ্যারিয়েন্টে রয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও রয়েছে ৪৬১০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড, ৫০ ওয়াটের ওয়্যারলেস এবং ১০ ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে শাওমি ১৪ ফোনের চিনে লঞ্চ হওয়া মডেলে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস- এর ওয়েবসাইটে শাওমি ১৪ ফোনের নাম দেখা গিয়েছিল। আর তখনই অনুমান করা হয়েছিল যে শাওমি ১৪ সিরিজের বেস মডেল ভারতের বাজারেও লঞ্চ হবে।
চিনে লঞ্চ হওয়া শাওমি ১৪ ফোনে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক
- এই ফোনে প্রসেসরের সঙ্গে ১২ জিবি পর্যন্ত এবং ১ টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট।
- ৬.৩৬ ইঞ্চির 1.5K (1,200 x 2,600 pixels) LTPO AMOLED প্যানেল রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনে রয়েছে Leica ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছ। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের আরও একটি সেনসর যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। আর রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সির নতুন ফোনে থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি, কোন মডেল লঞ্চ হতে পারে?