Xiaomi Smartphones: গ্লোবাল মার্কেটে হাজির শাওমি ১৪, কী কী ফিচার রয়েছে? ভারতে লঞ্চ কবে?
Xiaomi 14: শাওমি ১৪ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের Light Hunter 900 মেন সেনসর রয়েছে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট রয়েছে।
Xiaomi Smartphones: গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে শাওমি ১৪ (Xiaomi 14) ফোন। ভারতে আগামী ৭ মার্চ লঞ্চ হতে চলেছে শাওমি ১৪। এই ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। তার সঙ্গে রয়েছে একটি LTPO AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। শাওমি ১৪ ফোনে Leica ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে আবার রয়েছে একটি Summilux লেন্স। শাওমি ১৪ ফোন IP68 রেটিং যুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন নষ্ট হবে না। এছাড়াও শাওমি ১৪ ফোনে রয়েছে ৯০ ওয়াটের HyperCharge ওয়্যারড চার্জিং সাপোর্ট। ভারতে লঞ্চের পর শাওমি ১৪ ফোন অনলাইনে অ্যামাজন এবং ফ্লিপকার্ট- দুটো ই-কমার্স সাইট থেকেই কেনা যাবে। এবার দেখে নেওয়া যাক শাওমি ১৪ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে।
- ডুয়াল সিমের (ন্যানো এবং ই-সিম) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে HyperOS ইন্টারফেস যা অ্যান্ড্রয়েড ১৪ বেসড। এছাড়াও শাওমি ১৪ ফোনে ৬.৩৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এর উপরে Corning Gorilla Glass Victus প্রোটেকশন রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে থ্রিডি কার্ভড গ্লাস কোটিং।
- শাওমি ১৪ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের Light Hunter 900 মেন সেনসর রয়েছে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৭৫ মিলিমিটার ফ্লোটিং লেন্স) এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার (১১৫ ডিগ্রি ফিল্ড ভিউ)। ফোনের ডিসপ্লের উপরে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- শাওমি ১৪ ফোনে ৪৬১০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। শাওমি সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৩১ মিনিটে, কারণ এখানে রয়েছে ৯০ ওয়াটের হাইপার চার্জ প্রযুক্তির সাপোর্ট। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ৫জি, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট রয়েছে। চারটি মাইক্রোফোনের সাপোর্ট রয়েছে শাওমি ১৪ ফোনে।
শাওমি ১৪ আলট্রা ফোন লঞ্চ হয়েছে চিনে
শাওমি ১৪ আলট্রা ফোন চিনে লঞ্চ হয়েছে। তবে এই শাওমি ১৪ আলট্রা ফোন ভারতে আদৌ লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। শাওমি ১৪ সিরিজের অন্যান্য ফোনের মতো শাওমি ১৪ আলট্রা ফোনেও রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর।
আরও পড়ুন- শাওমি ১৪ আলট্রা ফোনে কী কী আধুনিক ফিচার রয়েছে? কেমন দেখতে এই ফোন?