Xiaomi Smartphones: শাওমি ১৪ আলট্রা ফোনে কী কী আধুনিক ফিচার রয়েছে? কেমন দেখতে এই ফোন?
Xiaomi 14 Ultra: শাওমি ১৪ আলট্রা ফোন তিনটি র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। এই ফোন পাওয়া যাবে তিনটি রঙে।
Xiaomi Smartphones: শাওমি ১৪ আলট্রা (Xiaomi 14 Ultra) ফোন চিনে লঞ্চ হয়েছে। শাওমি ১৪ সিরিজের (Xiaomi 14 Series) ভ্যানিলা মডেল অর্থাৎ শাওমি ১৪ (Xiaomi 14) ভারতে লঞ্চ হতে চলেছে। তবে শাওমি ১৪ আলট্রা ফোন ভারতে আদৌ লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। এর আগে চিনে শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো লঞ্চ হয়েছিল ২০২৩ সালে অর্থাৎ গতবছর অক্টোবর মাসে। গ্লোবাল মার্কেটেও শাওমি ১৪ সিরিজ লঞ্চ হতে চলেছে আগামী ২৫ ফেব্রুয়ারি, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪- এ যা হতে চলেছে বার্সেলোনাতে। শাওমি ১৪ সিরিজের অন্যান্য ফোনের মতো শাওমি ১৪ আলট্রা ফোনেও রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও এই ফোন পরিচালিত হচ্ছে HyperOS ইউজার ইন্টারফেসের মাধ্যমে। শাওমি ১৪ আলট্রা ফোন তিনটি র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। এই ফোন পাওয়া যাবে তিনটি রঙে।
শাওমি ১৪ ফোন কী কী কনফিগারেশনে লঞ্চ হয়েছে
১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ- এই তিনটি কনফিগারেশনে শাওমি ১৪ আলট্রা ফোন চিনে লঞ্চ হয়েছে। এছাড়াও শাওমি ১৪ আলট্রা ফোনের টাইটেনিয়াম স্পেশ্যাল এডিশন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ কনফিগারেশনে।
শাওমি ১৪ আলট্রা ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৭৩ ইঞ্চির LTPO AMOLED মাইক্রো কার্ভড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টহ। সবদিক থেকে এই ডিসপ্লে কার্ভড এবং এর উপরে রয়েছে শিল্ড গ্লাস প্রোটেক্টর যা অত্যন্ত শক্তপোক্ত বলে দাবি করেছে শাওমি সংস্থা।
- শাওমি ১৪ আলট্রা ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১ ইঞ্চির ৫০ মেগাপিক্সেলের Sony LYT900 প্রাইমারি সেনসর রয়েছে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে দুটো ৫০ মেগাপিক্সেলের Sony IMX858 সেনসর। এর একটি রয়েছে 3.2x এবং অন্যটিতে 5x অপটিকাল জুম রয়েছে। আর রয়েছে ৭৫ মিলিমিটার এবং ১২০ মিলিমিটারের ফোকাল লেংথ। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের আরও একটি সেনসর যার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। শাওমি ১৪ আলট্রা ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে ৫৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াটের ওয়্যারড এবং ৮০ ওয়াটের ওয়্যারলেস ও ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস।
আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে মোটো জি পাওয়ার (২০২৪), কী কী ফিচার থাকতে পারে, কেমন দেখতে হবে এই ফোন?