Motorola Smartphone: লঞ্চ হতে চলেছে মোটো জি পাওয়ার (২০২৪), কী কী ফিচার থাকতে পারে, কেমন দেখতে হবে এই ফোন?
Moto G Power 2024: এই ফোনে ৬.৭ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার ক্যামেরা মডিউল থাকার কথা রয়েছে।
Motorola Smartphone: মোটো জি পাওয়ার (২০২৪) (Moto G Power 2024) ফোন লঞ্চ হতে চলেছে চলতি বছরের শেষদিকে, সম্প্রতি এমনই আভাস পাওয়া গিয়েছে। মোটো জি পাওয়ার (২০২৩) (Moto G Power 2023) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটো জি পাওয়ার (২০২৪) মডেলটি। ব্লু এবং বেজ- এই দুই রঙে লঞ্চ হতে পারে মোটো জি পাওয়ার (২০২৪) ফোন। ৩০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এই ফোনে ৬.৭ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার ক্যামেরা মডিউল থাকার কথা রয়েছে। ফোনের রেয়ার প্যানেলে বাঁদিকে উপরের কোণে এই ক্যামেরা সেটআপ থাকতে পারে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং এলইডি ফ্ল্যাশ থাকতে পারে এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে। মোটো জি পাওয়ার (২০২৪) ফোনে ডিসপ্লের উপর একটি হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে উপরের বর্ডারের মাঝ বরাবর। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে। স্লিক ডিজাইনে লঞ্চ হতে পারে মোটোরোলার নতুন এই ফোন। ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন থাকতে পারে ফোনের ডানদিকের অংশে (ডিসপ্লে উপরে থাকাকালীন)। আর ফোনের নীচের অংশে থাকতে চলেছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। তবে মোটো জি পাওয়ার ২০২৪ ফোন কবে ভারতে লঞ্চ হতে চলেছে সেই প্রসঙ্গে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি।
ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সংস্থার একটি নতুন ফোন
রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। রিয়েলমি সংস্থার তরফে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। শোনা যাচ্ছে, মার্চ মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। এর আগে ২০২৩ সালে অর্থাৎ গতবছর জুলাই মাসে রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনের সঙ্গে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো ৬০ ৫জি ফোনও। তবে এবার রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের সঙ্গে রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোন লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে রিয়েলমি সংস্থা কিছু ঘোষণা করেনি। অন্যদিকে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন মার্চ মাসে ভারতে লঞ্চ হবে এই আভাস পাওয়া গেলেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ূন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?