Smart Glass: শাওমির নতুন স্মার্ট গ্লাসে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর, দেখে নিন অন্যান্য সম্ভাব্য ফিচার
Xiaomi Mijia Glasses: শাওমির এই নতুন স্মার্ট গ্লাসে সোনি কোম্পানির OLED ডিসপ্লে থাকবে বলেও শোনা গিয়েছে।
Smart Glass: নতুন স্মার্ট গ্লাস লঞ্চ করতে চলেছে শাওমি (Xiaomi Smart Glass)। চিনের এই সংস্থার নতুন স্মার্ট গ্লাসে থাকতে চলেছে আধুনিক ক্যামেরা (Camera)। শাওমির এই নতুন স্মার্ট গ্লাসের নাম Xiaomi Mijia Glasses। আপাতত XiaomiYouPin ওয়েবসাইটে এই স্মার্ট গ্লাস নথিভুক্ত হয়েছে। এবার দেখে নেওয়া যাক শাওমির এই নতুন স্মার্ট গ্লাসে কী কী ফিচার থাকতে পারে। শোনা যাচ্ছে একটি ৫০ মেগাপিক্সেলের quad-bayer four-in-one wide angle ক্যামেরা সেনসর থাকতে পারে শাওমির নতুন স্মার্ট গ্লাসে। এছাড়াও এই স্মার্ট গ্লাসে একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এর সঙ্গে আবার যুক্ত থাকতে পারে split optical image stabilization ফিচার। বলা হচ্ছে, শাওমির এই স্মার্ট গ্লাসের ওজন হতে পারে প্রায় ১০০ গ্রাম। এছাড়াও শোনা গিয়েছে এই স্মার্ট গ্লাস ৫এক্স অপটিকাল জুম এবং ১৫এক্স হাইব্রিড জুম ফিচার দেবে।
এখনও শাওমির এই স্মার্ট গ্লাসের দাম জানা যায়নি। অর্থাৎ সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এই স্মার্ট গ্লাসের দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে আগ্রহীরা ওয়াবসাইট থেকে সরাসরি শাওমির এই স্মার্ট গ্লাসের জন্য প্রি-বুকিং করতে পারবেন। SparrowNews- এর রিপোর্ট অনুসারে Xiaomi Mijia Glasses Camera- র দাম হতে পারে ভারতীয় মুদ্রায় প্রায় ৩১,৫০০ টাকা।
Xiaomi Mijia Glasses Camera- র সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- শাওমির এই স্মার্ট গ্লাস চোখে পরে থাকা অবস্থায় ইউজাররা ভিডিও রেকর্ড করতে পারবেন। অর্থাৎ রিয়েল টাইম ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকবে এই স্মার্ট গ্লাসে।
- এই স্মার্ট গ্লাস খুব সহজেই স্মার্টফোনের সঙ্গেও সংযুক্ত করা যাবে। আর তার ফলে স্মার্ট গ্লাসে থাকা ক্যামেরার মাধ্যমে তোলা ছবি স্মার্টফোনে স্থানান্তর বা ট্রান্সফার করা যাবে।
- শাওমির নতুন স্মার্ট গ্লাসে একটি Sony Micro OLED ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও থাকতে পারে Qualcomm Snapdragon 8-core প্রসেসর।
- ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে এই স্মার্ট গ্লাসে। এছাড়াও এখানে ব্লুটুথ ৫.০ এবং ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাইয়ের সাপোর্ট থাকতে পারে।
- একটি ১০,২০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে শাওমির এই স্মার্ট গ্লাসে। তার সঙ্গে থাকতে পারে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। একটানা ১০০ মিনিট ভিডিও রেকর্ড করতে পারবে এই স্মার্ট গ্লাস।
আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে টিকটকের মিউজিক অ্যাপ, কী কী সুবিধা থাকবে?