Xiaomi 'X' series: ভারতের বাজারে আসছে Xiaomi-র দুর্দান্ত 'X' series, ফোনকে ঘিরে উন্মাদনা তুঙ্গে !
শাওমির অফিসিয়াল টিজার দেখেই স্পষ্ট, সংস্থার দুটি ফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভারতে ৷
নয়াদিল্লি: ২৩ এপ্রিল ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ করার দিন ৷ ওই দিন, এ দেশে Mi 11 Ultra স্মার্টফোন লঞ্চ করার কথা আগেই ঘোষণা করেছিল Xiaomi। তবে এই একটি ফোনই নয়। একই দিনে আরও বেশ কয়েকটি দুর্দান্ত স্মার্টফোন ভারতের বাজারে নিয়ে আসছে সংস্থা ৷ সংবাদসংস্থা সূত্রে খবর, ওই দিনই বাজারে আসছে Mi X সিরিজের ফোন ৷ যা অবশ্যই সংস্থার ফ্ল্যাগশিপ ফোন ৷
Xiaomi-র X Series-এর ফোনে থাকবে দুটি হ্যান্ডসেট। তার মধ্যে একটি Mi 11X এবং অপরটি Mi 11X Pro। শাওমির একটি টিজার ভিডিওতেই তা স্পষ্ট হয়েছে ৷
শাওমির অফিসিয়াল টিজার দেখেই স্পষ্ট, সংস্থার দুটি ফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভারতে ৷ সংস্থার দাবি, নতুন এই স্মার্টফোন সিরিজ ‘Xtreme’ পারফরম্যান্স, ‘Xceptional’ ডিসপ্লে এবং ‘Xquisite’ ডিজাইনের ৷ তবে ফোনটির নাম নিয়ে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি ৷ মনে করা হচ্ছে ফোনটির নাম হতে পারে Mi 11X, যা Redmi K40 বা Poco F3-র রিব্র্যান্ডেড ভার্সন ৷
Mi Fans, Xcited that '✖️' flagship series is coming to #India! 😍
— Manu Kumar Jain (@manukumarjain) April 12, 2021
🔥 Xtreme performance
🔥 Xceptional display, camera & sound
🔥 Xquisite design
🔥 Xclusive / customized for India
Xperience them on 23.04.2021.#Mi11 #Mi11Series #Snapdragon #Snapdragon888
I ❤️ Mi #Xiaomi pic.twitter.com/vE2eEXx8Pv
Mi 11X ফিচার্স
এই ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টেরই ধরা যেতে পারে ৷ থাকছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট ৷ এর মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 870 চিপ, ৮জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ৷ ফোনটির ক্যামেরার বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হয় ৷ থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ৷ পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের ৷ ব্যাটারি ৪৫২০ mAh ৷ যা সাপোর্ট করে 33W ফাস্ট চার্জিং ৷ ফোনটির দাম নিয়ে এখনও সেভাবে কোনও তথ্য সংস্থার পক্ষ থেকে প্রকাশ না করা হলেও, আশা করা হচ্ছে দাম ৩০ হাজার টাকার মধ্যেই থাকবে ৷