Youtube Outrage: ইউটিউব লাইভ স্ট্রিম দেখতে সমস্যা, বিশ্বজুড়ে ক্ষোভ নেটিজেনদের
YouTube Experiencing Outage: বাফারিঙে সময় বেশি লাগছে, কমেন্ট করতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ইউটিউব ব্যবহারকারীদের।

নয়াদিল্লি: বিশ্বজুড়ে ইউটিউবের (Youtube Outrage) লাইভ স্ট্রিম দেখতে সমস্যা। যা নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা। অভিযোগ, বিশ্বজুড়ে ইউটিউব লাইভ স্ট্রিম দেখতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ইউজাররা। বাফারিঙে সময় বেশি লাগছে, কমেন্ট করতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ইউটিউব ব্যবহারকারীদের।
User reports indicate Youtube TV is having problems since 12:57 PM EDT. https://t.co/Aof8XRrMNJ RT if you're also having problems #youtubetvdown
— Downdetector (@downdetector) September 23, 2022
বিশ্বজুড়ে ইউটিউব ব্যবহারে সমস্যা: যদিও এখনও এই সমস্যা নিয়ে কিছু জানানো হয়নি ইউটিউবের তরফে। ডাউন ডিটেক্টরের দেওয়া রিপোর্ট অনুযায়ী এই বিভ্রাটের জেরে সিংহভাগ ব্যবহারকারী ভিডিও স্ট্রিমিং এবং YouTube ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন। জানা গিয়েছে, ইউটিউবে কোনও লাইভ স্ট্রিমে ক্লিক করলে সঙ্গে সঙ্গে স্ক্রিন কালো হয়ে যায়, স্ক্রিনের উপ ইংরাজি হরফে লেখা ভেসে ওঠে 'প্লিজ ট্রাই এগেইন লেটার।' কারোর ক্ষেত্রে আবার লাইভ স্ট্রিম অন করা গেলেও, সময়ের নিরিখে তা বেশ খানিকটা পিছিয়ে ছিল বলে অভিযোগ ব্যবহারকারীদের। অথবা একেবারেই দেখা যাচ্ছেন না বলে অভিযোগ। যদিও ইউটিউবের এই বিভ্রাটের সঙ্গে কোনও দেশের ইন্টারনেট পরিষেবার কোনও যোগ নেই বলে জানা গিয়েছে। যদিও কী কারণে এই বিভ্রাট, সেসম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। Utage Detection ওয়েবসাইট Downdetector.com দেওয়া তথ্য অনুযায়ী, ৮৩ শতাংশ ইউটিউব ব্যবহারকারী লাইভ স্ট্রিমে সমস্যার কথা জানিয়েছে। সার্ভার কানেকশনের জেরে সমস্যায় পড়েছেন ১২ শতাংশ, লগ ইন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন ৫ শতাংশ ইউটিউব ব্যবহারকারী।
দিনকয়েক আগে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হন। Outage Detection ওয়েবসাইট Downdetector.com জানিয়েছে, ৮৭ শতাংশ সমস্যা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাপেই। ৯ শতাংশ সমস্যা দেখা দিয়েছে ইনস্টাগ্রামে লগ-ইনের ক্ষেত্রে। অন্যদিকে ৪ শতাংশ সমস্যা দেখা দিয়েছে ইনস্টাগ্রাম ওয়েবসাইটের ক্ষেত্রে। এর পাশাপাশি আবার 9to5Mac- এর একটি রিপোর্টে বলা হয়েছে মেটা অধিকৃত ছবি এবং ভিডিও শেয়ার করার অ্যাপ ইনস্টাগ্রামে একটি নতুন ফিচারের পরীক্ষা নিরীক্ষা করছে কর্তৃপক্ষ। তার জেরেই সম্ভবত এই সমস্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন: Hacking: ভারত সরকারের ওয়েবসাইট-সার্ভারে হানা দিচ্ছে বাংলাদেশি হ্যাকাররা! বাড়ছে আতঙ্ক






















