YouTube: ৫০০ জন সাবস্ক্রাইবার থাকলেই ইউটিউবে আয়ের সুযোগ! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আর কী কী সুখবর রয়েছে?
YouTube Content Creator: গুগল অধিকৃত ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব তাদের monetization policies- এর ক্ষেত্রে একাধিক বড় পরিবর্তন এনেছে। তার মধ্যে একটি হল সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকলেও আয়ের সুযোগ পাওয়া যাবে।
YouTube: ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের (YouTube Content Creator) জন্য সুখবর। এবার থেকে ৫০০ সাবস্ক্রাইবার (500 Subscriber) থাকলেই আয়ের সুযোগ পাওয়া যাবে। সম্প্রতি এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছে ইউটিউব কর্তৃপক্ষ। আগে নিয়ম ছিল ১০০০ সাবস্ক্রাইবার থাকলে তবেই ইউটিউবাররা এই মাধ্যম থেকে আয় করতে পারবেন। কিন্তু এখন এই সাবস্ক্রাইবারদের সংখ্যা কমিয়ে ৫০০ করা হয়েছে। অর্থাৎ যাঁরা অল্প সময় হল নিজেদের ইউটিউব চ্যানেল খুলেছেন, কিংবা হয়তো এখনও ১০০০ সাবস্ক্রাইবার পাননি, তাঁদের ক্ষেত্রে ৫০০ সাবস্ক্রাইবার থাকলে আয়ের সুযোগ পাবেন ক্রিয়েটররা।
গুগল অধিকৃত ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব তাদের monetization policies- এর ক্ষেত্রে একাধিক বড় পরিবর্তন এনেছে। তার মধ্যেই একটি হল সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকলেও আয়ের সুযোগ পাওয়া যাবে। YouTube Partner Program- এর আওতায় এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত যাঁরা ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটর (ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের নিরিখে) তাঁরাও যেন ইউটিউব থেকে আয়ের সুযোগ পান, কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে উৎসাহ হারিয়ে না ফেলেন, এইসব কারণেই নতুন ব্যবস্থা নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
শুধু কম সাবস্ক্রাইবার বা ফলোয়ার নয়, আছে আরও পরিবর্তন
কম সাবস্ক্রাইবার, ফলোয়ার সম্পন্ন ক্রিয়েটরদের কথা ভাবছে ইউটিউব। সেই কারণেই ইউটিউবের ওয়াচ আওয়ার ক্রাইটেরিয়া ৪০০০ থেকে কমিয়ে ৩০০০ করা হয়েছে। অর্থাৎ ক্রিয়েটরদের তৈরি করা কনটেন্টের ভিউ (ভ্যালিড ভিউ আওয়ার) ৪০০০ ঘণ্টার পরিবর্তে এখন ৩০০০ ঘণ্টা হলেও চলবে। এর পাশাপাশি ইউটিউব শর্টসের ভিউ ১০ মিলিয়ন থেকে কমিয়ে ৩ মিলিয়ন করা হয়েছে। প্রথম স্তরে এইসব আপডেট কার্যকর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে। অনুমান আগামী দিনে ভারতীয় ইউটিউব ক্রিয়েটররাও এইসব সুবিধা পাবে।
YouTube Stories: বন্ধ হতে চলেছে ইউটিউব স্টোরি (YouTube Stories)। গুগল (Google) অধিকৃত ভিডিও সাইট ইউটিউব (YouTube) সম্প্রতি ঘোষণা করেছে। আগামী ২৬ জুন থেকে বন্ধ হতে চলেছে ইউটিউব স্টোরি। কারণ এবার শর্টস, কমিউনিটি পোস্ট এবং লাভ ভিডিওর ক্ষেত্রে বেশি নজর দিতে চায় ইউটিউব কর্তৃপক্ষ। এর পাশাপাশি থাকছে ইউটিউবের চিরাচরিত long-form content। ইতিমধ্যেই ক্রিয়েটরদের ইউটিউব স্টোরি বন্ধ হওয়ার ব্যাপারে জানানো হয়েছে। একাধিক মাধ্যম থেকে রিমাইন্ডার দেওয়া হয়েছে ক্রিয়েটরদের। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর জনপ্রিয়তা বেড়েছিল ইউটিউব স্টোরির। প্রসঙ্গত উল্লেখ্য, এই স্টোরি বিষয়টি চালু রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও। ২০১৮ সালে অফিশিয়াল ভাবে ইউটিউবে চালু হয়েছিল স্টোরি ফিচার। ১০ হাজারের বেশি সাবস্ক্রাইবার থাকলে সেই ক্রিয়েটররা ইউটিউব স্টোরির সুবিধা পান। ইউটিউবে ক্রিয়েটরের প্রোফাইলে কোনও ভাবেই স্টোরি সেভ করে রাখা যায় না। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো একটি নির্দিষ্ট সময়ের পর ইউটিউবের স্টোরিও আর দেখা যায় না।
আরও পড়ুন- আপনার কি হঠাৎ করেই মনখারাপ হয়? মুড ভাল রাখতে এই কাজগুলো করে দেখতে পারেন