(Source: ECI/ABP News/ABP Majha)
Zebronics Drip: ১০০-র বেশি স্পোর্টস মোড নিয়ে লঞ্চ হয়েছে Zebronics Drip স্মার্টওয়াচ, দেখুন বিভিন্ন ফিচার
Zebronics Drip Smartwatch: ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে Zebronics Drip এই স্মার্টওয়াচ কিনতে পারবেন ইউজাররা। একাধিক স্ট্র্যাপ অপশন পাবেন ক্রেতারা।
Smartwatch: ভারতে এখন স্মার্টওয়াচের (Smartwatch) বাজার যথেষ্ট ভাল। বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে দেশে। এর মধ্যে বেশ কিছু কোম্পানির এই স্মার্ট ডিভাইস রমরমিয়ে ব্যবসাও করছে। সম্প্রতি Zebronics- এর স্মার্টওয়াচ Zebronics Drip লঞ্চ হয়েছে ভারতে। ব্লুটুথ কলিং ফিচার (Bluetooth Calling) থেকে শুরু করে একগুচ্ছ ফিটনেস ফিচার (Fitness Feature) রয়েছে এই স্মার্টওয়াচে। ১.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এখানে। ইউজারের রিস্ট বা কবজির সংস্পর্শে এলে অন হয়ে যাবে স্মার্টওয়াচের ডিসপ্লে। বিভিন্ন ধরনের নোটিফিকেশন দেখতে পাবেন ইউজাররা। এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। মেটাল বডির এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং এবং ব্লাড প্রেশার পরিমাপের স্পেশ্যাল ফিচারের সাপোর্ট। অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। ১০টি ইনবিল্ট ওয়ালপেপার, বিভিন্ন কাস্টোমাইজেশন অপশন এবং দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। একাধিক রঙেও লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ।
ভারতে Zebronics Drip স্মার্টওয়াচের দাম এবং উপলব্ধতা
ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে Zebronics Drip এই স্মার্টওয়াচ কিনতে পারবেন ইউজাররা। একাধিক স্ট্র্যাপ অপশন পাবেন ক্রেতারা। সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ১৯৯৯ টাকা। এটি ইন্ট্রোডাক্টরি দাম। আসলে বাজারদর ৬৪৯৯ টাকা। অন্যদিকে মেটাল স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ২৩৯৯, ইন্ট্রোডাক্টরি দাম। এরও আসল দাম ৬৯৯৯ টাকা। আপাতত অ্যামাজন থেকে মোট পাঁচটি রঙে (স্ট্র্যাপের রঙ) কেনা যাচ্ছে এই স্মার্টওয়াচ। সেগুলি হল- সিলিকন স্ট্র্যাপের ক্ষেত্রে ব্লু, বেজ, ব্ল্যাক এবং মেটাল স্ট্র্যাপের ক্ষেত্রে সিলভার ও ব্ল্যাক।
Zebronics Drip স্মার্টওয়াচের স্পেশ্যাল ফিচার
- ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। সরাসরি ব্যবহার করা যায় সূর্যের আলোর তলায়। চৌকো আকৃতির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে এখানে। ইনবিল্ট স্পিকার ও মাইক্রোফোন রয়েছে এই স্মার্টওয়াচে।
- হার্ট রেট, SpO2, ব্লাড প্রেশার এইসব পরিমাপের জন্য ইনবিল্ট সেনসর রয়েছে এই স্মার্টওয়াচে। আপনি কত পা হাঁটলেন, কতটা ক্যালোরি ঝরালেন তাও পরিমাপ করা সম্ভব। ১০০-র বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। সংস্থার দাবি একবার চার্জ দিলে ৫ দিন পর্যন্ত বজায় থাকবে ব্যাটারি লাইফ।