৭টায় বাংলা (Seg 2): সকালের পর সন্ধ্যা, শুভেন্দুর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি। Bangla News
শুভেন্দুর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি। কাঁথি ১৩ নম্বর ওয়ার্ড সুপার মার্কেটের কাছে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল-বিজেপি বচসা। শুভেন্দুর প্রচার থেকে তৃণমূলের উদ্দেশে কটূক্তি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারধরের অভিযোগ মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির।
শুভেন্দুর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি। এই নিয়ে কী বললেন সুপ্রকাশ গিরি ও সৌমেন্দু অধিকারী?
এর আগে সকালে কাঁথিতে একইভাবে প্রচারে বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে।
শুভেন্দুর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি। কাঁথি ১৩ নম্বর ওয়ার্ড সুপার মার্কেটের কাছে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল-বিজেপি বচসা। শুভেন্দুর প্রচার থেকে তৃণমূলের উদ্দেশে কটূক্তি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারধরের অভিযোগ মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির। এরপর কাঁথি থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।
ডায়মন্ড হারবারের সরিষাহাটে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার হলেন তাঁরই ভাই। পুলিশ সূত্রে দাবি, নিহত যুব তৃণমূল নেতার ভায়রাভাই শরিফুল মোল্লা টাকা ও সম্পত্তির লোভ দিখিয়ে নুরউদ্দিনকে ষড়যন্ত্রে সামিল করে। এই নিয়ে যুব তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২। অন্যদিকে, অভিযুক্ত শরিফুল মোল্লাকে পিটিয়ে মারার ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি।