৭টায় বাংলা (Seg 2): হুঁশিয়ারি সত্ত্বেও দলের নির্দেশ অগ্রাহ্য, ভোটের লড়াইয়ে অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কার
হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কার। উত্তর ২৪ পরগনায় একসঙ্গে ৬১ জন বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল। জেলার ২৫ পুরসভায় ৬১ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলকে বহিষ্কার। জেলাজুড়ে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেন ৬৭ জন। হুঁশিয়ারির পর আগেই ৬ জন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। চূড়ান্ত হুঁশিয়ারির পরেও অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত।
হুঁশিয়ারি সত্ত্বেও, দলের নির্দেশ অগ্রাহ্য। আরামবাগ পুরসভার ৪ ও এগরার ২ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। ডানকুনিতেও এক গোঁজ প্রার্থীক বহিষ্কার করা হয়েছে। দল চরম ব্যবস্থা নিলেও, নিজেদের অবস্থানে অনড় নির্দল প্রার্থীরা।
হুগলির ভদ্রেশ্বরে নিহত তৃণমূল নেতার ছবি নিয়ে ভোটপ্রচারে নির্দল প্রার্থী। আর সেই নির্দল প্রার্থীর সমর্থনে ময়দানে নেমেছেন তৃণমূল কর্মীদেরই একাংশ! গোঁজ প্রার্থী সরাতে যখন বহিষ্কারের কড়া পথে হাঁটছে তৃণমূল নেতৃত্ব, তখন এই ছবি ধরা পড়েছে ভদ্রেশ্বর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কোচবিহারের দিনহাটায় রাজনৈতিক অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই ইস্যুতে উদয়ন গুহর বিরুদ্ধে গুন্ডা পোষার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক। এদিকে, আহত তৃণমূল নেতাকে ভর্তি করা হল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।
পুরভোটের মুখে উদয়ন গুহর হুমকি। কোচবিহারের কোতয়ালি থানায় দিনহাটার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি। যদিও এ ব্যাপারে গুরুত্ব দিতে নারাজ উদয়ন গুহ।