৭টায় বাংলা (Seg 1): রাজ্যের দুই প্রান্তে নিহত দুই কাউন্সিলর, প্রতিবাদে আগরপাড়া ও ঝালদায় মোমবাতি মিছিল | Bangla News
পানিহাটিতে (Panihati) তৃণমূল কাউন্সিলর খুন। আগরপাড়ায় মোমবাতি মিছিল। মোমবাতি মিছিলে অংশ নেন নিহত কাউন্সিলরের স্ত্রী। দোষীদের শাস্তির দাবিতে মিছিলে পা মিলিয়েছেন নিহত কাউন্সিলরের পাড়ার লোক, অনুগামীরা।
আগরপাড়ার পাঞ্জাব ভিলা থেকে এই মিছিল শুরু হয়। এলাকার সাধারণ মানুষ, তাঁর শুভানুধ্যায়ী সকলে এই মিছিলে অংশ নেন। এই মৌন মিছিল মাতঙ্গিনী হাজরা কলোনি হয়ে তাঁর বাড়িতে গিয়ে শেষ হবে বলে জানা যায়।
পাশাপাশি, পুরুলিয়ার ঝালদা (Jhalda) পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের প্রতিবাদে মোমবাতি মিছিল কংগ্রেসের। যোগ দেন কংগ্রেস নেতা নেপাল মাহাত। ২ দিন পর এখনও অধরা ঝালদাকাণ্ডের আততায়ীরা।
আজকের এই মৌন মিছিল থেকে নেপাল মাহাতো (Nepal Mahato) বলেন, "ঝালদার মানুষ কোনওদিন অশান্তি চায় না। এখানে খুনখারাপি হয় না। আজ তপন কান্দুর নৃশংস হত্যার মধ্য দিয়ে যারা এখানে এরকম সংস্কৃতির আমদানি করছে, তাদের বিরুদ্ধেই আজকের এই মিছিল। এই ধরনের ঘটনা যারা ঘটাল, তাদের উপযুক্ত শাস্তি হোক।"