7 Tay Bangla (Seg-1): স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর কীভাবে নিরপেক্ষ তদন্ত হবে, প্রশ্ন ফিরহাদ হাকিমের।Bangla News
অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ পৌঁছায় নিমতলা শ্মশানে। রাজ্য বিজেপির সদর দফতর থেকে কাশীপুরের বাড়িতে পৌছায় যুব নেতার মৃতদেহ। এই বাড়িতেই অপেক্ষায় ছিলেন শোকস্তব্ধ পরিবার পরিজনেরা। শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন এলাকার বাসিন্দারা ।
'কমান্ড হাসপাতালে কী করে বলবে, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন যে 'খুন'। কম্যান্ড হাসপাতাল তো কেন্দ্র সরকারের। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর সেখানে কাজ করা ব্যক্তি কীভাবে বিপক্ষে লিখবে? লিখলে তার চাকরিটা আদৌ থাকবে? কী করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে খুন বলে যেতে পারেন? মহামান্য আদালত দৃষ্টি আকর্ষণ করুন।' প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।
“কোন কিছু হলেই নিরপেক্ষ তদন্তের জন্য কেউ বলছে রাজ্য পুলিশে না কেউ বলছে সিবিআই-এ না, আর আমাদেরও বারবার বলতে হচ্ছে কোর্টের নজরদারীতে তদন্ত হোক। কেন বলতে হচ্ছে ? তদন্তের নিরপেক্ষতা যারা রক্ষা করতে পারত, পুলিশের সেই যোগ্যতা আছে ক্ষমতা আছে। কিন্তু পুলিশকে সেই কাজ করতে দেওয়া হচ্ছে না। রাজ্য পুলিশ হলে মুখ্যমন্ত্রী করতে দিচ্ছে না। দিল্লি পুলিশ হলে স্বরাষ্ট্রমন্ত্রী আগে থেকেই দেখে নিচ্ছেন। তাতে তদন্তটাই প্রভাবিত হচ্ছে।“ মন্তব্য সুজন চক্রবর্তীর।