৭টায় বাংলা (Seg 1): আনিস খানের গ্রামে ঢুকতে ফিরহাদ হাকিমকে বাধা, CBI তদন্তের দাবি গ্রামবাসীদের | Bangla News
আমতায় মৃত আনিস খানের (Anish Khan) গ্রামে ঢুকতে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বাধা গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে ফিরলেন রাজ্যের মন্ত্রী। আনিস খানের বাড়িতে ঢুকতে পারলেন না ফিরহাদ হাকিম। ৪২ দিন পর চেতনা ফিরল? আমরা তো ডাকিনি, কেন এসেছেন? প্রশ্ন গ্রামবাসীদের। রাজ্যের মন্ত্রীকে দেখে উঠল 'গো ব্যাক' স্লোগান। ব্যারিকেড করে তাঁকে সরালেন রক্ষীরা। পরিকল্পনা করে বহিরাগতদের বিক্ষোভ, দাবি ফিরহাদ হাকিমের।
৪২ দিন কেটে গেছে আনিস খানের মৃত্যুর। এখনও দোষীরা কেউ শাস্তি পায়নি। এপ্রসঙ্গে আনিস খানের বাবা বলেন, "সিটের ওপর ভরসা নেই। এদিকে আদালতকেও অমান্য করতে পারলাম না। সিবিআই ছাড়া আমার ছেলে ন্যায়বিচার পাব না। কোর্ট একমাস পর কী রায় দেয় সেইদিকে তাকিয়ে বসে আছি। আমাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে। ৫ লক্ষ টাকা, দুটি চাকরির কথা বলা হয়েছিল, নবান্নে যেতে বলা হয়েছিল। আমি লোভী নই, নবান্নে কেন যাব!"
এদিকে, রামপুরহাটকাণ্ডে পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতেই এফআইআর সিবিআইয়ের। সিবিআইয়ের এফআইআরে রয়েছে আইপিসি-র দশটি ধারা। দশটি ধারায় এফআইআর রুজু করেছে সিবিআই। খুনের অভিযোগ, আগুন লাগানো, আগুন লাগিয়ে খুন করার অভিযোগ, খুনের চেষ্টা, হিংসার অভিযোগ। সিবিআইয়ের এফআইআরে রয়েছে একাধিক ব্যাক্তির নাম।
পাশাপাশি, রামপুরহাটকাণ্ডের প্রতিবাদ কলকাতায় (Kolkata)। মৌলালি থেকে শুরু হয়েছে মিছিল। মিছিলে পা মিলিয়েছেন পবিত্র সরকার (Pabitra Sarkar), অম্বিকেশ মহাপাত্র, অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়রা। রাজনৈতিক পতাকা ছাড়াই পথে নেমেছেন দীপ্সিতা ধর (Dipsita Dhar), সৃজন ভট্টাচার্যরা (Srijan Bhattacharya)।