7 Tay Bangla (Seg 2): বসিরহাটের মাটিয়ায় ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। Bangla News
বসিরহাটের মাটিয়ায় ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত শহর আলি সর্দার ও তাঁর প্রেমিকা। গতকাল একটি পার্ক থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় নাবালিকা। বন্ধুর থেকে উপহার আনতে নাবালিকাকে পাঠায় মাসতুতো দিদি। উপহার আনতে গিয়ে ধর্ষণের শিকার, অভিযোগ পরিবারের। অভিযুক্ত যুবক ও নাবালিকার মাসতুতো দিদিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা নাবালিকা আরজি কর হাসপাতালে ভর্তি।
রামপুরহাট কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রামপুরহাটে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। নেতৃত্বে শুভেন্দু অধিকারী। আনিস হত্যাকাণ্ড ও রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের মিছিল। হাওড়ার বাউড়িয়া থেকে নর্থ মিল হাসপাতাল পর্যন্ত মিছিল করল কংগ্রেস কর্মী সমর্থকরা। অন্যদিকে একই ইস্যুতে রাজপথে নামল সিপিএমের মহিলা সংগঠন। মৌলালি থেকে মিছিল গেল পার্ক স্ট্রিট।