৭টায় বাংলা (Seg 1): আগামীকাল বিজেপির ডাকা বাংলা বনধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে | Bangla News
ভোটে সন্ত্রাসের অভিযোগে কাল বিজেপির ডাকে বাংলা বনধ। সকাল ৬টা থেকে কাল ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক বিজেপির। তৃণমূলের সন্ত্রাস, আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে বন্ধের ডাক।
এপ্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কেউ তো নির্বাচন কমিশনেই গিয়ে বসে পড়ল। যাদের ক্ষমতা নেই তারাই বনধ ডাকল। প্রমাণিত হল কারা গন্ডগোল করছে। যারা ঠান্ডা ঘরে বসে বনধ ডাকে, আমরা সম্পূর্ণ তার বিরোধিতা করি।"
সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "বিজেপি বাংলা বনধ ডাকবে আর আমরা সমর্থন করব, এটা ভাবা ঠিক নয়। আমরা আন্দোলনের সঙ্গে থাকি। আজ সারাদিন বিজেপি কোথায় ছিল? আজ যা হল তা খুবই খারাপ। নিন্দার কোনও ভাষা নেই।"
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, "লজ্জা লাগে না? প্রার্থী দিতে পারে না! এসব করে কি মানুষের পাশে থাকা যায়? দিল্লি থেকে চড়-থাপ্পর খাবে বলে বোধহয় বনধ ডাকল।"
'কাল বিজেপি বনধ ডেকেছে। সমস্ত সরকারি-বেসরকারি অফিস, পরিবহণ সচল থাকবে। কেউ জোর করলে পদক্ষেপ নেবে পুলিশ', জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।