৭টায় বাংলা (Seg 2): রাজ্যে করোনায় একদিনে মৃত ৩৩, গতকালের তুলনায় বেড়েছে পজিটিভিটি রেটও | Bangla News
রাজ্যে করোনায় (Corona) সামান্য কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৩৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৩৩ জন। গতকালের তুলনায় বাড়ল পজিটিভিটি রেট। টেস্ট হয়েছে ৫৭ হাজার ৮৫টি, পজিটিভিটি রেট ৬ শতাংশ।
করোনার তৃতীয় ওয়েভের সঙ্গে লড়াই জারি রয়েছে। এখনও পর্যন্ত সাফল্যের সঙ্গে লড়েছে ভারত। ইতিমধ্যেই সাড়ে ৪ কোটি ১৫-১৮ বছর বয়সীকে ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়া হয়েছে। ২০ দিনের মধ্যে ১ কোটি বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া হয়েছে। 'মন কী বাত'-এ জানালেন নরেন্দ্র মোদি।
পেগাসাস (Pegasus Spyware) নিয়ে ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্টের প্রেক্ষিতে মামলা গ্রহণের আবেদন। আবেদন পেগাসাস মামলার আইনজীবী এম এল শর্মার। আবেদনকারীর অভিযোগ, সংসদের অনুমতি ছাড়াই চুক্তি সই হয়েছিল। ভারত-ইজরায়েলের মধ্যে চুক্তি বাতিল করার দাবি মামলাকারীর। ‘অবিলম্বে তদন্তের নির্দেশ দিক সর্বোচ্চ আদালত। সাধারণ মানুষের অর্থ নয়ছয় করায় জড়িতদের শাস্তি দেওয়া হোক’, সুপ্রিম কোর্টে আবেদন আইনজীবী এম এল শর্মার।