৭টায় বাংলা (Seg 2): গরু পাচার রুখতে গিয়ে মেখলিগঞ্জে আক্রান্ত পুলিশ, ঘটনায় গ্রেফতার ৬ | Bangla News
গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ! অভিযোগ কোচবিহারের মেখলিগঞ্জে। পুলিশ সূত্রে দাবি, তাঁদের ১৭ জন কর্মী গ্রামবাসীদের মারে জখম হয়েছেন। পাল্টা পুলিশের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও গরু তুলে নিয়ে যাওয়ার অভিযোগ গ্রামবাসীদের একাংশর। পুলিশ সূত্রে খবর, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এদিকে, ফের KYC আপডেটের নামে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। গ্রাহকের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষের বেশি টাকা গায়েব হয়েছে। কসবা থানায় দায়ের হয়েছে অভিযোগ।
হরিদেবপুরে (Haridevpur) রিহ্যাব সেন্টারে তরুণের রহস্যমৃত্যু। রিহ্যাব সেন্টারের সামনের রাস্তা থেকে দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি মৃতের পরিবারের। ছাদ থেকে কেউ ঠেলে ফেলে দিয়েছে কি না জানতে চেয়েছে পরিবার। গত ২ মাস ধরে এই রিহ্যাব সেন্টারে ভর্তি ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস রিহ্যাব সেন্টার কর্তৃপক্ষের।
বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর (Coal Trader) অফিসে ঢুকে গুলি চালানোর অভিযোগ। কেউ হতাহত না হলেও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেন এই হামলা তা অবশ্য স্পষ্ট নয়। পুলিশ সূত্রে দাবি, অফিসে ঢুকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দুষ্কৃতী। চেষ্টা চলছে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার।
সেট পরীক্ষা শেষ হতেই কাটোয়া কলেজে বিশৃঙ্খলা। একটি ঘরে রাখা ব্যাগ নিতে পরীক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শিকেয় দূরত্ববিধি। হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন।
বীরভূমে বাড়ছে করোনার সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে জেলার পাঁচটি পুর এলাকায় বিকেলের পর থেকে দোকান, বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। সংক্রমণ রোধে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা। তারাপীঠে বন্ধ হোটেল ও লজ।