৭টায় বাংলা (১): 'বিয়ের রেজিস্ট্রেশন বারবার এড়িয়ে গিয়েছিল নুসরত' বিবাহ-বিতর্কে জবাব নিখিলের
বিবাহ-বিতর্কে নুসরতকে (Nusrat Jahan) জবাব নিখিল জৈনের (Nikhil Jain)। আইনজীবী মারফৎ বিবৃতি জারি করে নিখিল জানিয়েছেন '২০১৯-র জুনে তুরস্কে গিয়ে নুসরতকে বিয়ে করেছিলাম। নুসরতের সঙ্গে বিয়ের পরে কলকাতায় রিসেপশন হয়েছিল। স্বামী-স্ত্রী হিসাবেই আমরা একসঙ্গে ছিলাম। সমাজে স্বামী-স্ত্রী পরিচয় দিয়েই আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু অল্প দিনের মধ্যেই নুসরতের আচরণ বদলে গিয়েছিল। ২০২০-র অগাস্টে একটি ফিল্মের শ্যুটিংয়ের সময় আচরণ বদলায় তাঁর। কেন হঠাৎ আমার প্রতি আচরণ বদলে যায়, বলতে পারবে নুসরতই। বারবার বলা সত্ত্বেও বিয়ের রেজিস্ট্রেশন এড়িয়ে গিয়েছিল নুসরত। নুসরতের বাইরে যাওয়া নিয়ে নানা তথ্য সামনে আসতে শুরু করে। নুসরতের সম্পর্কে নানা খবর আসার পরেই নিজেকে প্রতারিত মনে হতে থাকে। ২০২০-র ৫ নভেম্বর সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে যান নুসরত। সমস্ত জিনিস, কাগজপত্র নিয়ে বালিগঞ্জের ফ্ল্যাটে চলে যায় নুসরত।'
নিউটাউন এনকাউন্টারে নতুন তথ্য। আবাসনের বি ১৫৩ নম্বর টাওয়ারে ২০১ নম্বর ফ্ল্যাটের মালিক আকবর আলি। তাঁর বাড়ি সিআইটি রোডে। এজেন্ট সৌরভ কুমার দাবি করেছেন গত ২২ মে ওয়েবসাইটের মাধ্যমে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করে সুমিত কুমার নামে ওই ব্যক্তি। সেই ব্রোকার পরে সুশান্তের সঙ্গে যোগাযোগ করেন। সুশান্তের সঙ্গে বাড়ির মালিকের সরাসরি যোগাযোগ ছিল। হরিয়ানার বাসিন্দা সুমিত কুমারকে নামে নথি জমা দেওয়া হয়। গাড়ির যন্ত্রাংশের ব্যবসা রয়েছে বলে জানান সুমিত। ২৩ মে ফ্ল্যাটে চলে আসে ভাড়াটে দুই যুবক। ফ্ল্যাটের জানলা সব সময় বন্ধ থাকত। খাবার আসত হোম ডেলিভারির মাধ্যমেই। আজই সেই ফ্ল্যাটে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা।