৭টায় বাংলা (২): রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ৬৪, দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা
রাজ্যে একদিনে করোনায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ১৮ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে সংক্রমিত ৪৩১ জন, মৃত্যু ১৭ জনের। কলকাতায় একদিনে সংক্রমিত ৩৬৬ জন, মৃত ১১।
কীভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন, তা কাল ঘোষণা করা হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেছেন, জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। এদিন শীর্ষ আদালতে সিবিএসই-র হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল বলেন, দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে।