এক্সপ্লোর
৭টায় বাংলা (২): সকালে ভিড়ের দেখা না মিললেও বেলা বাড়তেই পথে মানুষ, জেলা থেকে শহর, জমজমাট বড়দিন
বড়দিনের সকালে নিকো পার্কের চিত্রটা ছিল আলাদা। সেভাবে টিকিট কাউন্টারের সামনে ভিড় দেখা যায়নি। গোটাটাই করোনার প্রভাব জানিয়েছে নিকো পার্ক। তবে ফাঁকায় এই বিনোদন পার্ক ঘুরতে পেরে খুশি অন্য দর্শকরা। একই অবস্থা এদিন সকালে ছিল আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানা সূত্রে খবর, এবার কমবেশি ৩০ হাজার মানুষ আসবে বলে ধারণা ছিল। যা গত বারের প্রায় অর্ধেক। তবে কোভিড বিধি মানতে সব সতর্কতা নিয়েছে চিড়িয়াখানা। এমনটাই জানা গিয়েছে। বড়দিনের সকালে ভিড় কম ছিল ইকো পার্ক ও সায়েন্স সিটিতে। উৎসবের মেজাজে ভিড়তে এদিন বেলা বাড়ার পর বেড়েছে ভিড়। অপরদিকে, এদিন সন্ধ্যা নামার পর অন্য চিত্র দেখা গিয়েছে পার্ক স্ট্রিটে। প্রতিবারের মতো এবারেও মানুষের কালো মাথার ঢল পার্ক স্ট্রিটে। আলোর মালায় সেজে উঠেছিল চত্বর। কলকাতার পাশাপাশি বড়দিনের আনন্দ উপভোগ করেছে জেলার মানুষ। শহর থেকে জেলার পিকনিক স্পটগুলো, সবেতেই একই চিত্র।






























