৭টায় বাংলা (২): 'পশ্চিমী ঝঞ্ঝায় শহরে উধাও শীত, জেলায় থাকবে আমেজ', জানালো Alipur Weather Office
দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে ফের উল্টোডাঙায় TMC-র গোষ্ঠীকোন্দল। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হল এবিপি আনন্দ। ABP Anand-র প্রতিনিধিকে ধাক্কা মেরে ফেলে দিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। আজ ১৩ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর অনিন্দ্য কিশোর রাউত। পরে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে সেখানে যান।মন্ত্রীর সামনেই তৃণমূলের দু'পক্ষের হাতাহাতি বেঁধে যায়। এই ঘটনা নিয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান এবিপি আনন্দের প্রতিনিধি জয়ন্ত পাল। সেই সময় মন্ত্রী তাঁকে সজোরে ধাক্কা মারেন। গতকাল দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে প্রকাশ্যে এসেছিল TMC-র কোন্দল। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিন্দায় সরব বিশিষ্টজনেরা।
শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যেই এবার বেসুরো মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জের। এখনই শহরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। জেলায় থাকবে শীতের আমেজ, জানালো Alipur Weather Office।