৭টায় বাংলা (৩): কাল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি
নারদ মামলায় চার হেভিওয়েটের জামিনের উপর স্থগিতাদেশ নিয়ে সোমবার হাইকোর্টে শুনানি হবে। কাল সকাল ১১টায় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে হবে মেগা শুনানি। তার আগে ঘুঁটি সাজাচ্ছে সব পক্ষ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে এই মামলার শুনানি হবে।
রাজ্যপালের বিরুদ্ধে থানায় থানায় ডায়রি করুন। জানি এখন কিছু হবে না, যেদিন মেয়াদ শেষ হবে সেদিনই ব্যবস্থা হবে। ওঁকে ঢোকানো হবে প্রেসিডেন্সি জেলেই। বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
তিনি তৃণমূলের প্রবীণ নেতা। তিনি প্রবীণ সাংসদ। তিনি একজন অভিজ্ঞ আইনজীবী। তাঁর মুখে এমন কথা শুনে আমি স্তম্ভিত। তবে, বাংলার সংস্কৃতিবাণ মানুষই এর বিচার করবেন। পাল্টা ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
সংবিধানে আস্থা নেই তৃণমূলের। সংবিধানের ওপর আক্রমণ করা হচ্ছে, এই ধরনের বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণ হচ্ছে যে, সংবিধানে আস্থা নেই তৃণমূলের। কল্যাণের মন্তব্যের প্রতিক্রিয়ায় বললেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।
সোনালি গুহর পর ফের ঘর ওয়াপসির আবেদন সরলা মুর্মুর। তৃণমূলে ফিরতে চান সরলা মুর্মু। হবিবপুর থেকে বিধানসভায় তৃণমূল প্রার্থী হন সরলা। টিকিট পাওয়ার পর দলত্যাগ করে বিজেপিতে নাম লেখান। বিজেপিতে যোগ দিলেও সক্রিয় ছিলেন না সরলা। এবার তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন সরলা মুর্মুর। অন্যদিকে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন উত্তর দিনাজপুরের অমল আচার্য। ভোটের আগে গিয়েছিলেন বিজেপিতে। বিজেপির সাম্প্রতিক আচরণেই হয়েছে মোহভঙ্গ, অভিযোগ অমলের।
এসএসকেএমে আজ মদন মিত্রর সঙ্গে দেখা করতে আসেন বাংলা টেলিভিশনের বেশ কয়েকজন অভিনেত্রী। হাসপাতাল থেকে প্রায় ঘণ্টা তিনেক পর বেরিয়ে এসে তাঁরা জানান মদন মিত্রের সঙ্গে তাঁদের দেখা হয়নি।