7Tay Bangla (Seg 1): এজেন্সি দিয়ে যেন বিরক্ত না করা হয় শিল্পপতিদের, BGBS-এ রাজ্যপালকে বললেন মমতা
হাঁসখালি কাণ্ডে নাড্ডাকে রিপোর্ট বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। নির্যাতিতা নাবালিকাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়নি তো, রিপোর্টে সন্দেহ প্রকাশ। গত ৭ থেকে ১০ দিনের মধ্যে বাংলায় ৩০টি নারী নির্যাতনের ঘটনা। সিবিআই তদন্তে রিপোর্টে সত্য সামনে আনার অনুরোধ। মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, এটা একটা প্রাথমিক রিপোর্ট, পরে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেওয়া হবে। "খুব সচেতনভাবেই প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে" জানান তিনি।
‘এজেন্সি দিয়ে যেন বিরক্ত না করা হয় শিল্পপতিদের। শিল্প সম্মেলনের মঞ্চে সরাসরি রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী। ‘বিনিয়োগ টানতে আইনের শাসনের প্রয়োজন’। শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই কড়া বার্তা রাজ্যপালের। উন্নয়ন থেকে রাজনীতিকে দূরে রাখুন বলে মন্তব্য রাজ্যপালের।
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কতগুলো অজুহাত তৈরি করে রাখলেন। এই পশ্চিমবঙ্গে কোনও শিল্পের সম্ভাবনা নেই, অথচ রাজ্য সরকারকে যাতে কেউ দোষারোপ করতে না পারে তাঁর জন্য প্রথম থেকেই তিনি কতগুলো অজুহাত তৈরি করে রাখলেন। শিল্পপতিদের যেন কেউ বিব্রত না করেন, অর্থাৎ সিবিআই, ইডি, এগুলোই তিনি ইঙ্গিত করলেন। আজকের মঞ্চ কিন্তু এই মন্তব্যের জন্য ছিল না। এতে শিল্পপতিদের কাছে একটা মিশ্র সিগন্যাল গেল, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের মতের ফারাক আছে, দু’জনের মধ্যে ইগো ক্ল্যাশ আছে। এটায় একটা ভুল বার্তা গেল শিল্পপতিদের কাছে। শিল্পপতিরা সমাজসেবক নয় তাঁরা আসেন লাভ দেখতে রোজগার দেখতে। এবং তাদের রোজগার করার অনুকূল পরিবেশ আছে কিনা। মুখ্যমন্ত্রীর উচিত বাংলায় শিল্পের অনুকূল পরিবেশ গড়ে তোলা’।
‘বাংলায় বহু পূণ্যাত্মা মানুষের জন্ম হয়েছে। ভারতের কোনও রাজ্যেই বাংলার মত এত মহিলা স্বাধীনতা সংগ্রামীকে আমরা পাই না। এঁরা সকলেই ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী এই ঐতিহ্যেরই উত্তরাধিকারী। এ রাজ্যের কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। আদানি গ্রুপের তরফে ১০ হাজার কোটি টাকা এই রাজ্যে বিনিয়োগ করা হবে। এর ফলে অন্তত ২৫ হাজার কর্মসংস্থান হবে। পরিকাঠামো উন্নয়ন, ডেটা সেন্টার, আন্ডার সি-কেবলে বিনিয়োগ করা হবে।’ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit) মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য গৌতম আদানির (Gautam Adani)।