Mamata Banerjee: কোথায় গেল ম্যানগ্রোভ? সব দফতর থেকে তিনদিনের মধ্যে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী
এক বুধবার গিয়ে আরেক বুধবার চলে এল। কিন্তু ইয়াসের ক্ষত কমল না গোসাবায়। গ্রামের পর গ্রাম জলমগ্ন। এরই মধ্যে ত্রাণ বিলি নিয়ে অভিযোগ তুলেছেন দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দারা।
কারও বাড়ির চাল উড়ে গিয়েছে। কারও বাড়ি কার্যত মিশে গিয়েছে মাটিতে। ইয়াস বিপর্যয়ের এক সপ্তাহ পরেও, ধ্বংসের ক্ষত দগদগে উলুবেড়িয়ার গঙ্গাতীরবর্তী পুর এলাকায়। ত্রাণশিবির থেকে ঘরে ফিরতেই বাঁধ ভেঙেছে চোখের জল।
কোথায় গেল আমফানের সময় ভেঙে পড়া গাছ? কোথায় গেল ম্যানগ্রোভ? সব দফতর থেকে তিনদিনের মধ্যে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাথরপ্রতিমার দেবীচকের ত্রাণ শিবিরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলেন দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাস। আজ ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় দুর্গত এলাকা পরিদর্শন করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফরসূচি অনুযায়ী, আজ সকালে মহেন্দ্রপুর হাইস্কুল মাঠে তাঁর হেলিকপ্টার নামে। এরপর নদীপথে তিনি যান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে।