7 Tay Bangla 2: ইলামবাজারের কাছে দুর্ঘটনায় অনুব্রতর দেহরক্ষীর শিশুকন্যা-সহ ২জনের মৃত্যু | Bangla News
ইলামবাজারের কাছে দুর্ঘটনা। অনুব্রতর দেহরক্ষীর শিশুকন্যা-সহ ২জনের মৃত্যু। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুর থেকে ফেরার সময় লরিতে গাড়ির ধাক্কা। সপরিবারে ২টি গাড়িতে দুর্গাপুর থেকে ফিরছিলেন অনুব্রতর দেহরক্ষী। সামনের গাড়িতে পারিবারিক বন্ধুর সঙ্গে ছিলেন দেহরক্ষীর শিশুকন্যা। পিছনের গাড়িতে স্ত্রী, বড় মেয়ের সঙ্গে ছিলেন অনুব্রতর রক্ষী সায়গল হোসেন। বোলপুর ফেরার সময় সিমেন্ট বোঝাই লরিতে ধাক্কা সামনের গাড়ির। অনুব্রতর রক্ষী সাইগল হোসেনের শিশুকন্যা, পারিবারিক বন্ধু মাধব কৈবর্তের মৃত্যু। পাড়ুইয়ের কেশবপুর গ্রাম থেকে লরির চালক গ্রেফতার। লরিতে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা দেহরক্ষীর গাড়ি। লরিটি দাঁড়িয়েছিল নাকি, চলছিল, জানতে চালককে জিজ্ঞাসাবাদ: এসপি। অনুব্রতকে বাঁচাতে সাক্ষী লোপাটের চক্রান্ত, আশঙ্কা বিজেপির। দুর্ঘটনা না অন্য কিছু? তদন্তে সিবিআই চায় বিজেপি । গরুপাচারকাণ্ডে আগে এর আগে ২ বার সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সাইগল হোসেনকে।
অবসরের ৩ মাস আগে কর্মরত অবস্থায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুরসভার এক কর্মীর। ঢাকুরিয়ায় পুরসভার কলের কাজ করার সময় গাড়ির ধাক্কা। কলকাতা পুরসভার কর্মী লক্ষ্মীকান্ত মণ্ডলের মৃত্যু। গাড়ির চালককে গ্রেফতার করেছে লেক থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনায় নরেন্দ্রপুরে মহিলাকে অপহরণের চেষ্টা ও হুমকির মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলায় তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত। ৭ জুনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্য পুলিশের ডিজিকে।