Bengal Political News: বিতর্ক বাড়ালেন বলাগড়ের তৃণমূল বিধায়ক
এবার বিতর্ক বাড়ালেন বলাগড়ের তৃণমূল (TMC) বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। তিনি বলেন, "আমি হাঁপিয়ে যাচ্ছি। সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে রাজনীতিতে এসে আমি বোধহয় ঠিক করিনি। যখন দূরে ছিলাম, তখন তেমনভাবে কিছু জানতাম না, খানিক সুখে ছিলাম। এখন সব দেখে জেনে সরাসরি যুক্ত হয়ে আর কোনও রাতেই ভাল মতো ঘুমাতে পারছি না। কী এক কষ্টে মাঝরাতে উঠে পায়চারী করতে বাধ্য হই। এত অভাবী দুঃখী মানুষ, এতো তাদের সমস্যা। তাদের সকল আশা ভরসার কেন্দ্রে এখন এসে দাঁড়িয়ে পড়েছি আমি। আমাকে ঘিরে তাদের অনেক আশা প্রত্যাশা। যেন আমার কাছে কোনও জাদুকাঠি আছে যা দিয়ে তাদের সব সমস্যার সমাধান করে ফেলতে পারি। যে বেকার ভাবছে চাইলেই আমি তাকে একটা চাকরি দিয়ে দিতে পারি, যার ভাঙা ঘর তাকে দিতে পারি একটা মাথা গোঁজার সুন্দর আবাস।" ফেসবুকে পোস্ট হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির। "মানুষের প্রত্যাশা মেটাতে পারছি না।" বিধানসভা থেকে বেরিয়ে প্রতিক্রিয়া মনোরঞ্জন ব্যাপারীর।
"অফলাইনে টেন্ডার হলে দল টাকা নেয়। পার্টি ফান্ডে রাখা হয়।" চাঞ্চল্যকর স্বীকারক্তি গলসির তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েত প্রধানের। "দলের একাংশের পরামর্শেই কাজ করছেন প্রধান।" মন্তব্য উপপ্রধানের। তাদের তোলা অভিযোগ প্রমাণিত হল, দাবি বিজেপির (BJP)। অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তুষার মেহতার বৈঠক ঘিরে তুঙ্গে বিতর্ক। বিতর্কের জেরে সলিসিটর জেনারেল জানিয়েছেন, "গতকাল না জানিয়ে আমার বাড়িতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমার দফতরের কর্মীরা শুভেন্দু অধিকারীকে বলেন অপেক্ষা করতে। আমার অন্য বৈঠকের পর আমার দফতরের কর্মীরা তাঁকে জানায় যে আমি তাঁর সঙ্গে দেখা করতে পারব না।" আজ বিধানসভার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "সলিসিটর জেনারেল তাঁকে সময় দেননি তাই তাঁর সঙ্গে দেখা হয়নি।" এই নিয়ে শুভেন্দু জানিয়েছেন, তুষার মেহতা তাঁকে সময় দেননি। তাই তাঁর সঙ্গে দেখা হয়নি।