Coal Smuggling Prob: 'শর্তসাপেক্ষে দেশে ফিরতে তৈরি বিনয়' আদালতে জানালেন অভিষেক মনু সিঙ্ঘভি
শর্তসাপেক্ষে দেশে ফিরতে রাজি বিনয় মিশ্র (Vinay Mishra)। তিনি বলেছেন, যদি আদালতের কাছে সিবিআই (CBI) ও ইডি (ED) প্রতিশ্রুতি দেয় যে তাঁকে গ্রেফতার করা হবে না, তবেই তিনি দেশে ফিরবেন। পাশাপাশি ভিসা সংক্রান্ত সমস্ত সহযোগিতা দাবি করেছেন তিনি। আজ আদালতে বিনয় মিশ্রের এই শর্তগুলি পেশ করেছেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। আইনজীবী জানিয়েছেন, তাঁর সঙ্গে ইডির অধিকর্তাদের কথা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী ওয়াই জে দস্তুর জানিয়েছেন, তাঁরা লিখিতভাবে আশ্বাস দিতে প্রস্তুত যে বিনয় মিশ্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না।
প্রসঙ্গত, গতকাল বিনয় মিশ্রের দেশে ফেরার জন্য শর্ত রাখে সিবিআই। ১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করুক বিনয়। সেক্ষেত্রে বিনয়ের বিরুদ্ধে কোনও রেড কর্নার নোটিস থাকবে না। গ্রেফতারও করা হবে না। আদালতে জানায় সিবিআই (CBI)। জিজ্ঞাসাবাদ পর্ব করা হোক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এমনটাই দাবি জানিয়েছিলেন বিনয় মিশ্র।
স্ট্র্যান্ড রোডের পরিত্যক্ত বাড়ির ছাদে মিলল কঙ্কাল। এলাকায় পৌঁছায় উত্তর বন্দর থানার পুলিশ। প্রাথমিকভাবে নরকঙ্কাল বলে সন্দেহ হয় পুলিশের। নর্থপুর থানার পুলিশ আধিকারিক ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা এসেছেন ঘটনাস্থলে। নরকঙ্কালটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। পোস্টমর্টেমের পরই বোঝা যাবে এটি পুরুষ নাকি মহিলার কঙ্কাল। পুলিশ আধিকারিকরা পারিপার্শ্বিক তথ্য় সংগ্রহ করতে শুরু করেছেন।