Offbeat News : 'মাতৃত্বকালীন ছুটি' পেলেন পুরুষ শিক্ষক ! এক সপ্তাহ হলিডে, বিহারে আজব কাণ্ড
Education News: সম্প্রতি বিহারের স্কুলের (Bihar School Education) এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
Education News: মহিলা নয়, মাতৃত্বকালীন ছুটি 'Maternity Leave' পেলেন পুরুষ। আবেদনের পর সেই ছুটির অনুমোদনও দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যার জেরে এক সপ্তাহ হলিডে (Holiday) কাটিয়েছেন ওই ব্যক্তি। সম্প্রতি বিহারের স্কুলের (Bihar School Education) এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
কীভাবে সামনে এল এই খবর
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি স্ক্রিনশট। যেখানে সরকারি শিক্ষকদের জন্য তৈরি একটি পোর্টালে এই ঘটনা সামনে এসেছে। কোনও ব্যক্তি অনলাইন ছুটির আবেদনের এই স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন। যদিও স্কুল দফতরের তরফে জানানো হয়েছে, এর মধ্যে বড় সন্দেহ বা দুর্নীতির কিছু নেই, এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্লকের শিক্ষা আধিকারিক অর্চনা কুমারী বলেন, 'কোনওকারণে ভুল জায়গায় ছুটির আবেদনে ক্লিক করে ফেলেছিলেন ওই শিক্ষক, যেকারণে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পোর্টালে এই প্রযুক্তিগত ত্রুটি ঠিক করে দেওয়া হয়েছে।'
পুরুষদের কী এই ধরনের ছুটি রয়েছে
'মাতৃত্বকালীন ছুটি' কেবল মহিলাদেরই দেওয়া হয়। এই বিষয়ে স্বীকার করে নিয়েছেন বিহারের বৈশালী ব্লকের ওই শিক্ষা আধিকারিক। তবে তিনি এও জানান, সদ্যজাতদের জন্য পিতৃত্বকালীন ছুটি বা পিতৃত্ব অবকাশ ছুটিও দেওয়া হয়। তবে এই ঘটনাটি নজরে এসেছে দফতরের। বিষয়টির আপডেট নেবেন তিনি। সম্প্রতি বিহারের এই শিক্ষা পোর্টালকে দুষে আরও অভিযোগ সামনে এসেছে। যেখানে অনেক শিক্ষক আর্নড লিভ কেটে নেওয়ার অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, ক্যাজুয়াল লিভের জন্য আবেদন করলেও আর্নড লিভ কেটে নেওয়া হয়েছে।