এক্সপ্লোর
Advertisement
দল নয়, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যাঁরা কর্মচারী হিসেবে থাকবেন না, বেরিয়ে আসুন, রাজীবকে আহ্বান শুভেন্দুর
‘আমরা তো স্বাধীনভাবে কথা বলতে চাই, কাজ করতে চাই। দলীয়ভাবে বলেও কাজ না হওয়ায় অন্য জায়গায় বলেছি। দলের যাতে ভাল হয়, তার জন্যেই সবসময় বলেছি। মানুষ আজ কেন দলের পাশ থেকে সরে যাবে? ত্রুটি সংশোধন না করলে আরও দূরত্ব তৈরি হবে। এনিয়ে আমাকে ভুল বুঝলে বলব, ভুল বুঝবেন না।’ ফেসবুক লাইভে মুখ খুলে ফের বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বাধাপ্রাপ্ত হয়েই বেরিয়ে এসেছি। রাজীববাবুরও বেরিয়ে আসা উচিত। দল নয়, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যাঁরা কর্মচারী হিসেবে থাকবেন না, বেরিয়ে আসুন।’
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘ওঁর ধৈর্য আছে, কিন্তু সাধারণ মানুষের আর ধৈর্য নেই। উনি খোলাখুলি কিছু করবেন বা বলবেন, তারই অপেক্ষায় মানুষ। এটা ওদের দলের ব্যাপার। আমরা জানি, ওই দলে গণতন্ত্র নেই। এই সমস্যার সমাধান চাইলে দলের বাইরে আসতে হবে। বিজেপি সবাইকে আহ্বান জানিয়ে রেখেছে। সিদ্ধান্ত ওঁদের নিতে হবে।’
এ প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বাধাপ্রাপ্ত হয়েই বেরিয়ে এসেছি। রাজীববাবুরও বেরিয়ে আসা উচিত। দল নয়, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যাঁরা কর্মচারী হিসেবে থাকবেন না, বেরিয়ে আসুন।’
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘ওঁর ধৈর্য আছে, কিন্তু সাধারণ মানুষের আর ধৈর্য নেই। উনি খোলাখুলি কিছু করবেন বা বলবেন, তারই অপেক্ষায় মানুষ। এটা ওদের দলের ব্যাপার। আমরা জানি, ওই দলে গণতন্ত্র নেই। এই সমস্যার সমাধান চাইলে দলের বাইরে আসতে হবে। বিজেপি সবাইকে আহ্বান জানিয়ে রেখেছে। সিদ্ধান্ত ওঁদের নিতে হবে।’
Tags :
7tay Bangla Rajib Banerjee West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP WB Polls With ABP Ananda Congress WB Elections With ABP Ananda West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shahসমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement