Maheshtala Drainage: মহেশতলায় খাল চুরিতে পদক্ষেপ পুরসভার, দায় বর্তাল রেলের উপরেও
এবিপি আনন্দের খবরের জের, মহেশতলায় (Maheshtala Drainage) খাল চুরিতে পদক্ষেপ। সরানো হল চুরি হয়ে যাওয়া খালের জন্যেও রাখা ৫টি পাম্প। চুরি হয়ে যাওয়া খালের বিকল্প আরেকটি খালের ভাবনা পুরসভার। দোকান সরিয়ে নীচ দিয়ে নিকাশী খালের ভাবনা পুরসভার। জল জমায় রেলেরও দায় আছে, অভিযোগ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রেল কর্তৃপক্ষ।
কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও একই অভিযোগ উঠেছে। খাল বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। তা ঘিরে এগরায় (Egra) প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কাটমানির অভিযোগে একে অন্যের বিরুদ্ধে আঙুল তুলেছেন পুর প্রশাসক ও কাউন্সিলর পুত্র। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির।
এদিকে, ভ্যাকসিনকাণ্ডের পর কোলাঘাটে (Kolaghat) ব্লক স্বাস্থ্য আধিকারিকের বদলির নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কারোর অহং বোধে আঘাত লাগায় বদলি, এমনটাই দাবি প্রাক্তন ব্লক স্বাস্থ্য আধিকারিকের। রুটিন বদলি, বিতর্ক উড়িয়ে দাবি জেলা স্বাস্থ্য দফতরের। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।