PAC Chairman in WB Aseembly: পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়, শাসককে একযোগে আক্রমণ বিরোধীদের
বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পরেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়। আজ পিএসি-র চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ।
পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণার প্রতিবাদে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘কোনও বিষয়েই আলোচনার সুযোগ কেউ পায়নি। রীতি অনুযায়ী বিরোধী দল থেকেই পিএসির চেয়ারম্যান হন। সরকারের খরচ করার যেমন অধিকার আছে, তেমনই বিরোধী দলের অধিকার আছে, সেই ব্যয় পরীক্ষা করে খতিয়ে দেখার। শাসক দল তার ক্ষমতা দেখিয়ে সেই রীতি ভঙ্গ করেছে। মুকুল রায়ের নামের প্রস্তাব করে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার সেই প্রস্তাব সমর্থন করেছেন এগরার তৃণমূল বিধায়ক। মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি বিজেপির কোনও বিধায়ক।’
রাজ্য সরকার ও শাসক দলকে আক্রমণ করে বিরোধী দলনেতা আরও বলেছেন, ‘এই সরকার ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করেনি। এই সরকার আমফানের দুর্নীতির তদন্ত করে না, তদন্ত হয় কোর্টের নির্দেশে। যত ক্ষমতা আছে ভোগ করুক তৃণমূল, কারণ এবারই ওদের মেয়াদ শেষ। বিধানভায় শাসক-বিরোধী সম্পর্ক ভাঙল শাসকদল। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার লক্ষ্যে বিজেপি অঙ্গীকারবদ্ধ।’
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, "শুভেন্দু অধিকারী ভুল বলেছেন। রাজ্য সরকারের হিসাব দেখেন অডিটর জেনারেল। সেই রিপোর্ট নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে (Public Accounts Committee) আলোচনা হয়। এই কমিটিতে শাসক ও বিরোধী উভয়ই থাকেন। চেয়ারম্যান (PAC Chairman) নিয়ে যে প্রশ্ন উঠছে সেটা শুভেন্দু ভুল বলছেন। বিধানসভার বিধিতে কোথাও লেখা নেই যে বিরোধী দল থেকে পিএসি চেয়ারম্যান করতে হবে।"
এদিকে সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী (Chakraborty) বলেন, ‘পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে এই ধরণের অভিজ্ঞতা আমাদের হচ্ছে। গণতন্ত্রের প্রতি বিশ্বাস না থাকলে যেভাবে চলে, আমাদের রাজ্যের শাসকদল সেইভাবেই চলছে। গতবারও পিএসি চেয়ারম্যান বিরোধীদের কথা অনুযায়ী নির্বাচিত হননি। বিরোধীদের মনোনীত নাম খারিজ করার জন্য শাসকদল স্পীকারকে দিয়ে মানস ভুঁইয়ার নাম ঘোষণা করেছিলেন। তিনি অঘোষিতভাবে তৃণমূল ছিলেন, ঘোষিত ভাবে কংগ্রেস ছিলেন। এইভাবেই চেয়ারম্যান নির্বাচন করা হচ্ছে রাজ্যে।’
প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, ‘সরকারের নানা কর্মতৎপরতায় বেশ কিছু দিন ধরেই বোঝা যাচ্ছিল যে পিএসির চেয়ারম্যান মুকুল রায়কে করা হবে। নিয়ম অনুযায়ী সাধারণত পিএসির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের পক্ষ থেকে। আমি ভারতবর্ষের পিএসির চেয়ারম্যান। আমাকে ঠিক করে দিয়েছেন আমাদের নেত্রী সনিয়া গাঁধী। এটা কোন আইন না, এটা সংসদীয় রাজনীতির প্রথা। দেশের সব রাজ্যেই এই প্রথা চলে আসছে যাতে সরকারের সিদ্ধান্তের কথা বিরোধীরা বিচার করে দেখতে পারেন।’