৭টায় বাংলা (২): ‘ছাত্র আন্দোলনের কলঙ্ক শঙ্কর ঘোষকে একটিও ভোট নয়’, শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার
শিলিগুড়িতে (Siliguri) রাতের অন্ধকারে বেনামি পোস্টার বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের (Shankar Ghosh) বিরুদ্ধে পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা হয়েছে ‘ছাত্র আন্দোলনের কলঙ্ক শঙ্কর ঘোষকে একটিও ভোট নয়’-এর মতো বিভিন্ন স্লোগান। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। সম্প্রতি সিপিএম (CPM) ছেড়ে বিজেপিতে যোগ দেন শঙ্কর ঘোষ। তাঁর বিরুদ্ধে এই পোস্টার লাগানোর ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ শঙ্কর। অপপ্রচারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রার্থী বদলের দাবিতে বাদুরিয়ায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে বাগজোলা পঞ্চায়েতে বিক্ষোভ চলে। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। মনোনয়ন পেশের সময় সেলফি, বিতর্কে জড়ালেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। মনোনয়ন পেশের সময় নির্বাচন আধিকারিকদের সঙ্গে সেলফি তুললেন বিজেপি (BJP) প্রার্থী যশ দাশগুপ্ত। ঘটনা প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস (TMC)। অভিযোগ পাওয়ার পরই ৫ জন আধিকারিককে দায়িত্ব থেকে সরানো হয়। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, এটি নিয়ম বহির্ভূত। অন্য দলের লোকেদের ২ জনের বেশি ঢুকতে দিচ্ছেন না আধিকারিকরা। অথচ ওনার সঙ্গে সেলফি তুলেছেন। তাই আমরা অভিযোগ করেছি নির্বাচন আধিকারিকরা পক্ষপাতিত্ব করছে। অন্যদিকে বিজেপির তরফে সাফাই, যশ অভিনেতা হওয়ায় অনেকেই ওকে পছন্দ করে। সেই হিসাবেই হয়তো সেলফি তুলেছে। এতে দলের কোন দায় নেই।