WB COVID Restriction: কার্যত লকডাউনে রেস্তরাঁ-শপিং মলে ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কার্যত লকডাউনের (Lockdown) মধ্যে রেস্তরাঁকে কিছুটা ছাড়। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা যেতে পারে রেস্তরাঁ, এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কার্যত লকডাউনে শপিং মলে আংশিক ছাড়ের ভাবনা সরকারের। ২৫ শতাংশ ক্রেতা নিয়ে শপিং মল খোলা যেতে পারে। ১৫ জুনের পর নতুন সিদ্ধান্ত কার্যকর, আজ এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৫ জুনের পর বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুচরো দোকানকে ছাড়। অন্যদিকে ভ্যাকসিন (Vaccine) দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি (TMC, BJP) সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। সংঘর্ষে বোমাবাজির অভিযোগও উঠেছে। বিজেপির অভিযোগ, শুধুমাত্র তৃণমূলের কর্মী-সমর্থকদেরই টিকা দেওয়া হচ্ছে। প্রতিবাদ করায় তাঁদের উপর তৃণমূল কর্মীরা হামলা চালানো হয়েছে। এই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরাই নার্স, স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের উপর হামলা করেছে। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোবে, কাউকে ছাড়া হবে না। বাঁধ দুর্নীতির অভিযোগে নাম না করে অভিষেকের (Abhishek Banerjee) নিশানায় অধিকারী পরিবার। পাল্টা আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)। ইয়াসের (Cyclone Yaas) প্রভাবে প্রবল বৃষ্টির জেরে ভেসেছে মাছ ভরা পুকুর। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন মালদার (Malda) চাঁচল মহকুমার বহু মৎস্যচাষী। সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্তদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে চাঁচল মহকুমা প্রশাসন। পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।