West Bengal Elections 2021: অভিষেকের রোড শো, কীর্তন শুভেন্দুর
মেচেদায় ইস্কন মন্দিরে পুজো দিয়ে কীর্তনে অংশ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
কেউ গাইলেন কীর্তন, কেউ করলেন রোড শো। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই ময়দানে নেমে পড়ল শাসক-বিরোধী সব দল। শনিবার, দাসপুরের নিমতলা মোড় থেকে ঘাটালের বিবেকান্দ মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, পূর্ব মেদিনীপুরের মেচেদায় ইস্কন মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। করেন আরতিও। করতাল বাজিয়ে কীর্তনও করেন এই বিজেপি নেতা।
শুক্রবার রাজ্যে আট দফায় ভোট করানো নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিহারে ২৯০টি আসন, সেখানে ভোট হল তিন দফায় আর বাংলায় আট দফায় কেন? বিজেপির কথা শুনে, মোদি-অমিত শাহের কথা শুনে কমিশন নির্ঘণ্ট করল। কমিশনের মতো সংস্থার কাছ থেকে এটা আশা করা যায় না।’
পাল্টা শুভেন্দু বলেছেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলার যা পরিস্থিতি তাতে, রাজ্যে ২০ দফায় ভোট হওয়া উচিত।’






























