৭ টায় বাংলা(Seg 1): অনেক মৃতের নাম রয়েছে ভোটার তালিকায়, স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে হাইকোর্টে মামলা । Bangla News
পুরভোটের দিন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা। মামলা করলেন সিপিআইয়ের ৩৬ এবং ১২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা। কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৬ জানুয়ারী মামলার শুনানি।
তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় এবিষয়ে বলেন,'বিরোধীদলগুলির সেইরকম শক্তি নেই। মানুষের সুখ দুঃখে পাশে থাকেনি।'
কলকাতা পুরভোটের ফল প্রকাশের পরদিনই দিল্লিতে রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাত্ করলেন জগদীপ ধনকড়। আজ দিল্লিতে কৃষ্ণ মেনন মার্গে, অমিত শাহর বাড়িতে গিয়ে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সূত্রের খবর, রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। কিন্তু কী রয়েছে সেই রিপোর্টে? এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূল অবশ্য বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'রাজ্যপাল হতাশ এবং ব্যর্থ। ওনার মেয়াদ কিছুদিন পর শেষ হয়ে যাবে। উনি এখন আরও কিছুদিন থাকার জন্য় দরবার করছেন। রোজ বিজেপির সভাপতির মতো বিবৃতি দিয়ে যাচ্ছেন, যেটা অত্যন্ত লজ্জার।'
বিজেপির (BJP) রাজ্য কমিটিতে রদবদল। মহিলা মোর্চার সভানেত্রী পদে অগ্নিমিত্রার (Agnimitra Paul) বদলে তনুজা চক্রবর্তী। যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর(Soumitra Khan) পরিবর্তে ইন্দ্রনীল খাঁ। রাজ্য বিজেপির সহ সভাপতি হলেন জগন্নাথ সরকার। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), অগ্নিমিত্রা পাল। রাজ্য বিজেপির সহ সভাপতি হলেন সৌমিত্র খাঁ। সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হল সায়ন্তন বসুকে (Sayantan Basu)।
‘প্রতীক্ষা শেষ, আশঙ্কা সত্য হল। কারও কাছ থেকে বাহবা পাওয়ার জন্য ট্যুইট করছিলাম না। দলকে সজাগ করার জন্য করছিলাম। দলের কিছু নেতৃস্থানীয় লোক কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন। সেটা সম্পর্কে দলকে সজাগ করার জন্য বলেছিলাম। বাকি পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব’, ট্যুইট করে ফের দলকে আক্রমণ তথাগত রায়ের (Tathagata Roy)।
কালিয়াচকে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু। অনুপ্রবেশের চেষ্টা হচ্ছিল, ছোড়া হয় পাথর, দাবি বিএসএফের। ১০-১২ জন ব্যক্তি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিল। আত্মরক্ষায় এক রাউন্ড গুলি চালানো হয়, জানায় বিএসএফ। মৃতের বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জে। মাদক পাচারের চেষ্টা হচ্ছিল বলে দাবি বিএসএফের।
বাঁকুড়া পুরসভার ভোটের জন্য় প্রার্থী খুঁজতে জেলা কার্যালয়ে ড্রপ বক্স বসাল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, প্রার্থী হতে চান অনেকেই। তাই এমন সিদ্ধান্ত। অন্য়দিকে তৃণমূলের কটাক্ষ, প্রার্থী না পেয়েই ড্রপ বক্সের আশ্বাস নিয়েছে বিজেপি।
মেমারিতে তৃণমূল নেতার বাড়ির কাছে বোমা উদ্ধার। তৃণমূল নেতার বাড়ির কাছে ৫টি তাজা বোমা উদ্ধার। বোমাগুলি নিষ্ক্রিয় করল সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির। বিজেপির চক্রান্ত, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।