WB Election 2021: বুথের ১০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকুক পুলিশও, দাবি তৃণমূলের
কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশও থাকুক বুথে। এই মর্মে আজ নির্বাচন কমিশনে আবেদন জানাল তৃণমূল। একইসঙ্গে এখনও অবধি নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতদুষ্ট বলে ফের সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল তরজা।
দুবরাজপুর, দুর্গাপুর থেকে মালদা, নদিয়া। প্রার্থী নিয়ে জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। দুর্গাপুর পূর্বে বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী। গতকাল থেকেই চলছে বিক্ষোভ। আজও স্টিল টাউনশিপে বিজেপির জেলা সদর অফিসে বিক্ষোভ দলের একাংশের। নিজেদের আদি কর্মী পরিচয় দিয়েছেন তাঁরা। হরিশ্চন্দ্রপুরেও প্রার্থী নিয়ে ক্ষোভ। পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মীদের একাংশের। দুবরাজপুরে অনুপ সাহার বিরুদ্ধে বহিরাগত তকমা দিয়ে বিক্ষোভ। খয়রাশোলে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের।
ভোটের মুখে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলে পোস্টার শহরের একাধিক এলাকায়। কারা দিল এই ধরনের পোস্টার? শুর হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির বাগযুদ্ধ।
টালিগঞ্জে প্রচার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র।