WB Exam Update: কী হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ?
সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক (Madhyamik), উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখনই পরীক্ষা নেওয়া অসম্ভব, প্রায় তৈরি কমিটির রিপোর্ট। জোড়া পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। পরীক্ষার বদলে একাধিক মূল্যায়ন পদ্ধতির ভাবনা। উচ্চ মাধ্যমিকে (High Secondary Examination) হোম অ্যাসাইনমেন্ট, প্র্যাক্টিক্যাল প্রজেক্টের নম্বর এবং মাধ্যমিকের ক্ষেত্রে নবমের বার্ষিক পরীক্ষার নম্বর, অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বরের ভিত্তিতে ২১ লক্ষ পড়ুয়ার মার্কশিট তৈরির ভাবনা। কয়েকদিনের মধ্যেই মূল্যায়ন পদ্ধতি জানাবে পর্ষদ-সংসদ। অন্যদিকে জেলা সভাপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ বিজেপির (BJP)। হুগলীর চুঁচুড়ায় (Chinsurah) পার্টি অফিসে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জেলা সভাপতি সহ দুই নেতার অপসারণ চেয়ে বিক্ষোভ। জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে তৃণমূলের (TMC) আঁতাতের অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। এদিকে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের সামাজিক বয়কটের ডাক দিয়ে লিফলেট বিলি করা হল কেশপুরে (Keshpur)। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও তা মানতে নারাজ রাজ্যের শাসকদল।