WB Exam Update: যদি হয়, কবে ও কীভাবে হবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক? সিদ্ধান্তগ্রহণে নিতে গঠন বিশেষজ্ঞ কমিটি
আজ ঘোষণার কথা থাকলেও স্থগিত হয়ে গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা। শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। পরীক্ষা হলে করোনা বিধি মেনে তা কীভাবে নেওয়া হবে? যদি পরীক্ষা না হয় তাহলে কীভাবে মূল্যায়ন করা হবে? সেইসব বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে ওই বিশেষজ্ঞ কমিটি। ওই বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন মাধ্যমিক পর্ষদ, উচ্চ মাধ্যমিক সংসদের শীর্ষ পদাধিকারীরা, চিকিৎসক, মনোবিদ, শিশু-কিশোরদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন। সূত্রের খবর, প্রয়োজনে আরও দু’একজনকে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে কমিটির সদস্যদের। রাজ্যে প্রায় ১২ লক্ষ মাধ্যমিক এবং ৯ লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ভবিষ্যত্ জড়িত এই দুটি পরীক্ষার সঙ্গে।






























