WB Politics: দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ফের ব্রাত্য বাংলার ট্যাবলো। Bangla News
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ফের ব্রাত্য বাংলার ট্যাবলো। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের সিদ্ধান্তে আমি হতবাক এবং ব্যথিত। ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন? কারণ ব্যাখ্যা করেনি কেন্দ্র। বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আচরণে গভীরভাবে ব্যথিত। নরেন্দ্র মোদিকে চিঠিতে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে তৈরি বাংলার ট্যাবলোকে অনুমতি দেওয়া হোক। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তৃতীয় ঢেউয়ের ধাক্কায় একদিনে রেকর্ড মৃত্যু রাজ্যে। লাফিয়ে বাড়ছে একটিভ রোগীর সংখ্যা। উদ্বেগজনক পরিস্থিতি নদীয়া (Nadia) জেলাতেও। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এবার পদক্ষেপ করল নদীয়ার গয়েশপুর পুরসভা। বাজার এলাকাগুলিতে জারি করা হল বিধিনিষেধ। রবিবার থেকে আগামী ১৫ দিন পুর এলাকার ৬টি বাজার একবেলা বন্ধ।