WB Politics Update: 'মা বাড়ি আসার পর সিদ্ধান্ত নেব', জল্পনা উস্কে মন্তব্য মুকুল-পুত্রের
মুকুল রায়কে (Mukul Roy) এবার ফোন প্রধানমন্ত্রীর। সকাল সাড়ে দশটা নাগাদ ফোন করেন প্রধানমন্ত্রী। ফোন করে মুকুল রায়ের স্ত্রী-র শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন তিনি। দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। এদিকে গতকাল মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, অভিষেক যা করেছেন, তার কোনও তুলনা হয় না। কেন ভোটে হার তার আত্মসমালোচনা করা প্রয়োজন। মা বাড়িতে ফেরার পরেই সিদ্ধান্ত নেবেন, বললেন শুভ্রাংশু রায়। তিনি বলেন, "অভিষেক বা তাঁর বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক আজকের নয়, দীর্ঘদিনের। অভিষেক (Abhishek Banerjee) আমার মা'কে সম্মান দেয়। যখন দেখা হয় মায়ের খবর নেয়। এই সৌজন্যতা ভারতের রাজনীতিতে অন্য মাত্রা নিয়ে যাবে। ও যা করেছে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে করেছে।" অন্যদিকে ঘূর্ণিঝড়ের (Cyclone Yaas) রুদ্ররূপে যে শুধু গ্রামের পর গ্রাম তছনছ হয়ে গিয়েছে, তা নয়। অনিশ্চিত হয়ে গেছে বহু মানুষের জীবিকা। রূপনারায়ণের জলে ক্ষতিগ্রস্ত মহিষাদলের একের পর এক ইটভাঁটা। ভিজে নষ্ট হয়ে গেছে কাঁচা ইট। ভেসে গেছে যন্ত্রপাতি। মাথায় হাত ইটভাঁটার মালিকদের। চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকরা।