এক্সপ্লোর
Advertisement
না পারলে কাজ ছেড়ে দিন, সবলা মেলার উদ্বোধনে শ্রম দফতরের অস্থায়ী কর্মীদের হুঁশিয়ারি মন্ত্রী সাধন পান্ডের
দু’জায়গায় দাঁড়াতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হবে নন্দীগ্রাম থেকেই। হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দাঁড়াতে পারেন ভবানীপুর কেন্দ্রেও। গতকাল নন্দীগ্রামের সভা থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের মিছিল থেকে উঠল ‘গোলি মারো’ স্লোগান। টালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের শান্তি মিছিল। বিজেপির প্ল্যাকার্ড-ফেস্টুন ছেড়ার অভিযোগ। সঙ্গে ‘গোলি মারো’ স্লোগান দিতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের।
জমি-বিতর্কে এবার আইনি পদক্ষেপ নিলেন অমর্ত্য সেন। বিশ্বভারতীর উপাচার্যকে ই-মেল করে অভিযোগ প্রত্যাহারের দাবি জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় বিশ্বভারতী কর্তৃপক্ষ। বক্তব্য জানানো হয়েছে অমর্ত্য সেনকে। জানালেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
নেতাজির জন্মদিন নিয়েও শুরু হল রাজনৈতিক টানাপোড়েন। কেন্দ্র ঘোষণা করেছে, নেতাজির জন্মদিন উদযাপিত হবে পরাক্রম দিবস হিসেবে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা করেছেন, তাঁরা পালন করবেন দেশনায়ক দিবস। ফরওয়ার্ড ব্লকের দাবি, তেইশে জানুয়ারি পালিত হোক দেশপ্রেম দিবস।
প্রকাশ্য মঞ্চে কর্মীদের ধমক মন্ত্রী সাধন পান্ডের। না পারলে কাজ ছেড়ে দিন। সবলা মেলার উদ্বোধনে এসে শ্রম দফতরের অস্থায়ী কর্মীদের হুঁশিয়ারি সাধনের। এই নিয়ে সরব বিরোধীরা। যদিও তৃণমূলের বক্তব্য, ঠিকই করেছেন সাধন পান্ডে।
তৃণমূলের মিছিল থেকে উঠল ‘গোলি মারো’ স্লোগান। টালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের শান্তি মিছিল। বিজেপির প্ল্যাকার্ড-ফেস্টুন ছেড়ার অভিযোগ। সঙ্গে ‘গোলি মারো’ স্লোগান দিতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের।
জমি-বিতর্কে এবার আইনি পদক্ষেপ নিলেন অমর্ত্য সেন। বিশ্বভারতীর উপাচার্যকে ই-মেল করে অভিযোগ প্রত্যাহারের দাবি জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় বিশ্বভারতী কর্তৃপক্ষ। বক্তব্য জানানো হয়েছে অমর্ত্য সেনকে। জানালেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
নেতাজির জন্মদিন নিয়েও শুরু হল রাজনৈতিক টানাপোড়েন। কেন্দ্র ঘোষণা করেছে, নেতাজির জন্মদিন উদযাপিত হবে পরাক্রম দিবস হিসেবে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা করেছেন, তাঁরা পালন করবেন দেশনায়ক দিবস। ফরওয়ার্ড ব্লকের দাবি, তেইশে জানুয়ারি পালিত হোক দেশপ্রেম দিবস।
প্রকাশ্য মঞ্চে কর্মীদের ধমক মন্ত্রী সাধন পান্ডের। না পারলে কাজ ছেড়ে দিন। সবলা মেলার উদ্বোধনে এসে শ্রম দফতরের অস্থায়ী কর্মীদের হুঁশিয়ারি সাধনের। এই নিয়ে সরব বিরোধীরা। যদিও তৃণমূলের বক্তব্য, ঠিকই করেছেন সাধন পান্ডে।
Tags :
Sadhan Pande West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP WB Polls With ABP Ananda Congress WB Election West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjeeসমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement