আজ বাংলায়: ভোটের আগে ৩ জেলাশাসক বদলি
সংখ্যালঘুদের উদ্দেশে মমতার বার্তা, কমিশনের নোটিস। মমতার মন্তব্যে নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য জানাতে মমতাকে কমিশনের নোটিস। মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ মুখতার আব্বাস নকভির।
প্রসঙ্গত তারকেশ্বরের সভায় মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) সংখ্যালঘুদের ভোট চান। সংখ্যালঘুদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন তৃণমূলকেই ভোট দেয়। অন্য় কোনও দলকে ভোট না দেয়। এতেই তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ।
শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঝান্ডা নিয়ে হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ দিলীপের। সভা করে ফেরার পথে হামলা। দিলীপের গাড়ি লক্ষ্য করে ইট, ভাঙল কাচ। হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ উঠেছে। দিলীপ ঘোষ বলেন, "মানুষ এসব পছন্দ করছে না। লোকসভায় মানুষ বুঝিয়ে দিয়েছেন। আজকের ঘটনা অকল্পনীয়। বোমা মারতে মারতে দেড়শ লোক ছুটে আসে। আমার সুরক্ষা না থাকলে বাকিদের কী হবে? দিনের বেলা ঝান্ডা নিয়ে হামলা হয়েছে। মমতার উস্কানিতেই এই ঘটনা।"
ভোটের আগে তিন জেলার শাসককে বদলি করা হল। দুই বর্ধমান, দক্ষিণ দিনাজপুরের জেলা শাসককে বদলি করা হল। অপসারিত দক্ষিণ দিনাজপুরের ডিএম নিখিল নির্মল। অপসারিত পূর্ব বর্ধমানের ডিএম এনায়ুর রহমান। অপসারিত পশ্চিমবর্ধমানের ডিএম পূর্ণেন্দু মাঝি।






























