Aaj Bangla: বেলাগাম আলুর দাম, তৃণমূলকে বেলাগাম আক্রমণে দিলীপ | Bangla News
আলু কি ইউক্রেন থেকে আসে না রাশিয়া থেকে আসে? ডবল কেন হল দাম? পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বলে এত কথা। আরে আলুতো সবাই খায়, পেট্রোল তো আর খায় না। তৃণমূলের নেতা ধরে পিছনে একটু পেট্রোল দিয়ে দিন। দেখবেন কেমন দৌড়াবে। ছোটোবেলায় দুষ্টুমি করে কুকুরের পিছনে পেট্রোল দিতাম, কেমন দৌড় মারত? সেরকমই করুন তৃণমূলের নেতাদের সঙ্গে।', আলুর দামবৃদ্ধি প্রসঙ্গে তীব্র আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
জট কাটিয়ে বিধানসভায় শপথগ্রহণ করেন বাবুল সুপ্রিয়র। রাজ্যপালের শর্তেই শপথ গ্রহণ বাবুল সুপ্রিয়র। অধ্যক্ষের অনুরোধে আমি শপথবাক্য পাঠ করিয়েছি। অধ্যক্ষ থাকতে আমি শপথবাক্য পাঠ করাতে চাইনি। যে কোনও কারণে রাজ্যপাল আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন। বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর পর মন্তব্য ডেপুটি স্পিকারের। জট কাটার পর, আজ বালিগঞ্জের বিধায়ক পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। বেলা সাড়ে ১২টায় বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান হয়।
লাইনে কাজের জন্য হাওড়া-ব্যান্ডেল লাইনে ৬৮টি লোকাল বাতিল। ১৩ থেকে ২৬ মে: ১৪দিন দুপুরে ৩-৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। ব্যান্ডেল-মগরার থার্ড লাইনের কাজের জন্য ৬৮টি লোকাল বাতিল। হাওড়া-ব্যান্ডেল লাইনে বাতিল করা হচ্ছে ১২টি মেল-এক্সপ্রেস । লাইনে কাজের জন্য আরও বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন।