এক্সপ্লোর
আজ বাংলায়: 'রাজ্যে ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাকে ফেরাব', নন্দীগ্রামে দাবি মুকুলের, পাল্টা খোঁচা সৌগতর
সিঙ্গুরে আন্দোলন ভুল হয়েছিল। বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর কাছে টাটাকে ফেরাতে আবেদন করব। নন্দীগ্রামের সভা থেকে বললেন মুকুল রায়। এই মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি দাবি করেন, 'কেউ বলেনি সিঙ্গুরে টাটার কারখানা না হোক। আমরা বলেছিলাম উর্বর জমি না, বরং বন্ধ্যা জমিতে এই কারখানা হোক। সুপ্রিম কোর্ট সেই অবস্থানে সায় দিয়েছে।' তৃণমূল কংগ্রেস এনডিএ'র সঙ্গে প্রতারণা করেছে। দুই নেতা মমতার সঙ্গে ছিলেন এখন আর নেই। যারা নন্দীগ্রামে গুলি চালিয়েছিলেন তাঁরা শাস্তি পেয়েছে? যে পুলিশকর্তা গুলি চালিয়েছিল সেই এখন তৃণমূলে।' নন্দীগ্রামের সভা থেকে এভাবেই শাসক দলকে তোপ দাগেন কৈলাস। হোয়াটসঅ্যাপ খুললেই নতুন নোটিফিকেশন। এগ্রি করলেই আপনার সব তথ্য ফেসবুকের হাতে। না করলে ফেব্রুয়ারি থেকে বিকল অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপের নতুন শর্তে ব্যক্তিগত তথ্য পাচারের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।






























